টাঙ্গাইল প্রতিনিধি
বিস্ফোরক ও নাশকতার মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুছ ছালাম মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৯ অক্টোবর সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে সাদা পোশাকে একদল পুলিশ ব্যাপারী পাড়া, বেড়াবুচনা ও সবুজবাগ এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে বিএনপি নেতা ফরহাদ ইকবালকে সবুজবাগ এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে একটি পুলিশভ্যানে উঠিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘ফরহাদ ইকবালের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানা হেফাজতে রয়েছেন।’
জানা যায়, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলা বিএনপির ১৯৪ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ছয়টি মামলা দায়ের করা হয়। অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১৬৬ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিস্ফোরক ও নাশকতার মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুছ ছালাম মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৯ অক্টোবর সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে সাদা পোশাকে একদল পুলিশ ব্যাপারী পাড়া, বেড়াবুচনা ও সবুজবাগ এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে বিএনপি নেতা ফরহাদ ইকবালকে সবুজবাগ এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে একটি পুলিশভ্যানে উঠিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘ফরহাদ ইকবালের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানা হেফাজতে রয়েছেন।’
জানা যায়, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলা বিএনপির ১৯৪ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ছয়টি মামলা দায়ের করা হয়। অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১৬৬ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাগরপথে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। এই বিপুল সার মিয়ানমারের রাখাইনে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
১ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।’ আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের
৮ মিনিট আগেবাংলাদেশি এক বন্ধুর টানে চীন থেকে ইরিসা (২৩) নামের এক তরুণ ভোলায় এসে বন্ধুর বোনকে বিয়ে করেছেন। চায়না সেই তরুণ ইরিসা একজন মুসলিম। ধর্মীয় রীতি অনুসরণ করে নাবিয়া আক্তার (১৯) নামের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। নাবিয়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের মো. ইলিাস হাওলাদারের
৯ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় আয়োজনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১৩ মিনিট আগে