Ajker Patrika

ভোলায় এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক ইরিসা

শিমুল চৌধুরী, ভোলা 
ভোলায় বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক। ছবি: সংগৃহীত
ভোলায় বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক। ছবি: সংগৃহীত

বাংলাদেশি এক বন্ধুর টানে চীন থেকে ইরিসা (২৩) নামের এক তরুণ ভোলায় এসে বন্ধুর বোনকে বিয়ে করেছেন। চায়না সেই তরুণ ইরিসা একজন মুসলিম। ধর্মীয় রীতি অনুসরণ করে নাবিয়া আক্তার (১৯) নামের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। নাবিয়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের মো. ইলিাস হাওলাদারের মেয়ে।

ইলিয়াস হাওলাদার ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। নাবিয়া একজন শিক্ষার্থী। তিনি এইচএসসি পাস করে ভোলা সরকারি কলেজে ইংরেজি বিষয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন। 

জানা গেছে, প্রায় দুই বছর আগে মোবাইলের মাধ্যমে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের মো. ইলিয়াস হাওলাদারের ছেলে মো. রনির সঙ্গে পরিচয় হয় চীনের রেনজু সিটির বাসিন্দা ইরিসার। পরে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে চায়না তরুণ গত ১১ এপ্রিল ঢাকায় আসেন। ঢাকায় বন্ধু রনির সঙ্গে কয়েক দিন ঘোরাঘুরির পর ভোলায় বন্ধুর গ্রামের বাড়ি ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদে আসেন। এসে রনির ছোট বোন নাবিয়া আক্তারকে দেখে পছন্দ করেন। একপর্যায়ে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

এরপর ৪ মে ইসলাম ধর্ম মোতাবেক ১০ লাখ টাকা কাবিনে তাঁদের বিয়ে হয়। বাংলাদেশে এসে ভোলার মেয়ে নাবিয়া আক্তারকে ভালোবেসে বিয়ে করতে পেরে খুশি ইরিসা। আর নাবিয়াও স্বামীর সঙ্গে যেতে চান চীনে। শিগগির স্বামীর সঙ্গে চীন যাওয়ার আশা তাঁর।

নিজেকে কোরআনে হাফেজ দাবি করে ইরিসা বলেন, ‘আমি খুশি আমার ভালোবাসার মেয়েকে পেয়ে। ভালোবাসার মানুষ সারা জীবন পাশে থাকবে বলেও আশা করি।’

নাবিয়ার বাবা মো. ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে বিদেশি তরুণকে বিয়ের আগ্রহ প্রকাশ করায় ভিডিও কলে চীনে বসবাসকারী ওই তরুণের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করি। পরে আমরা রাজি হয়েছি। মেয়ে নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চেয়েছে। তাই ৪ মে ধর্মীয় বিধান অনুসারে বিয়ে পড়ানো হয়েছে।’ নাবিয়ার মা খুকু মনিও মেয়ের আগ্রহের কারণে এ বিয়েতে মত দিয়েছেন বলে জানান তিনি।

ভোলায় বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক। ছবি: সংগৃহীত
ভোলায় বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক। ছবি: সংগৃহীত

স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হেমায়েত উদ্দিন বলেন, ‘চীনের সেই তরুণকে হঠাৎ একদিন যখন মসজিদে দেখলাম, তখন তার সঙ্গে আলাপ করে জানতে পারলাম, ওই তরুণ একজন মুসলিম এবং সে কোরআনে হাফেজ। আরবিতেও কথা বলতে পারে।’

জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘চীনা যুবক ভোলায় এসে বিয়ে করেছেন, বিষয়টি আমি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। পুলিশকে কেউ জানায়নি। তবে তাঁদের জীবন সুখের হোক—এমনটাই প্রত্যাশা করি।’

এদিকে চিনের তরুণ ভোলার গ্রামে এসে তরুণীকে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দুরান্ত থেকে এসে বিভিন্ন লোকজন ওই বাড়িতে ভিড় করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত