Ajker Patrika

ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গার্মেন্টস কর্মী মো. শহিদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার পকেটে থাকা জন্মসনদ ও প্রতিষ্ঠানের পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করে পুলিশ। 

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত গার্মেন্টস কর্মী একাই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে আসলে তাঁর পেছনে থাকা একই মুখী পণ‍্যবাহী ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাকার নিচে পরে মোটরসাইকেলটি ছিটকে বাইরে চলে গেলেও গার্মেন্টস কর্মী ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুর রহমানসহ আরও ৫ জন মরদেহটিকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার করে আহলাদিপুর হাইওয়ে থানায় পাঠায়। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেটিকে আহলাদিপুর হাইওয়ে থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও তাঁকে আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত