Ajker Patrika

ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাবির মার্কেটিং বিভাগের বিক্ষোভ-মানববন্ধন

ঢাবি সংবাদদাতা
ধর্ষণের প্রতিবাদে ঢাবির মার্কেটিং বিভাগের বিক্ষোভ-মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
ধর্ষণের প্রতিবাদে ঢাবির মার্কেটিং বিভাগের বিক্ষোভ-মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে একের পর এক ধর্ষণ, নারী-নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ তিন দফা দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়।

অনুষদের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শ্যাডো, মধুর ক্যানটিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে অপরাজেয় বাংলা ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে।

মিছিলে শিক্ষার্থীরা সারা ‘বাংলায় খবর দে- ধর্ষকদের কবর দে’, আমার বোনের কান্না, আর না আর না’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, খুন-ধর্ষণ-নিপীড়ন, রুখে দাও জনগণ’ ইত্যাদি স্লোগান দেয়।

রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে তিন দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে— একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে কম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সকল প্রকার নারী নির্যাতন হয়রানির বিরুদ্ধে দেশের আইন ও বিচার কার্যক্রম সচল করা এবং নারীদের ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়া।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী দারুল আলম বলেন, ‘দেশে ধর্ষণের ঘটনায় অনেক আন্দোলনই হচ্ছে। কিন্তু ধর্ষণের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এ সব ব্যর্থতার কথা উল্লেখ করেছি। ধর্ষণ-নিপীড়নের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

এ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাদল মিয়া বলেন, ‘আমাদের এ কর্মসূচিতে শিক্ষকেরা সংহতি জানিয়েছেন। অনুষদে অবস্থানকালে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ শিক্ষকদের অনেকে আমাদের সাথে ছিলেন। আমরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে মানববন্ধন করেছি। মানববন্ধনে দেশের নারীদের পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা দাবি করেছি। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত