নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাখপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরীদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ দুই কিশোর হল শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) এবং পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)।
নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা একটার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন কিশোরী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এ সময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা তাদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে নামে পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গাজীপুরের টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী নিখোঁজদের পরিবারের বরাত দিয়ে জানান, তিন স্কুলছাত্রীর কেউ-ই সাঁতার জানত না। তারা নদীতে গোসলে নামার পর একজন উঠে আসতে পারলেও দুজন তলিয়ে নিখোঁজ রয়েছে। ডুবুরি দলের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাখপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরীদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ দুই কিশোর হল শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) এবং পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)।
নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা একটার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন কিশোরী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এ সময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা তাদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে নামে পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গাজীপুরের টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী নিখোঁজদের পরিবারের বরাত দিয়ে জানান, তিন স্কুলছাত্রীর কেউ-ই সাঁতার জানত না। তারা নদীতে গোসলে নামার পর একজন উঠে আসতে পারলেও দুজন তলিয়ে নিখোঁজ রয়েছে। ডুবুরি দলের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারী বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি পলায়নের শামিল।
৮ মিনিট আগেগোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার জেরে সচিবালয়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে আজ বুধবার শাহবাগ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে।
২২ মিনিট আগেমিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতে গত এক বছরের বেশি সময়ে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর ৭১ জন স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেল। তারা সবাই ১৫ তঞ্চঙ্গ্যা পরিবারের সদস্য। আজ বুধবার ও আগের দিন মঙ্গলবার তাঁদের ফেরত পাঠায় ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত...
২৬ মিনিট আগে