Ajker Patrika

ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের বাঘের বাজার এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহকর্মীরা। আজ বুধবার সকাল ৮টা থেকে অবরোধ চলছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

নিহত পোশাকশ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)। তিনি স্থানীয় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিক ছিলেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে কাজে যোগ দিতে কারখানায় আসছিলেন জান্নাতুল। পথে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার নিকটবর্তী স্থানে একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন। এ ঘটনার পরপরই পোশাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, জান্নাতুল ফেরদৌস তামান্নার সন্তান অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে ছুটির জন্য কারখানার এপিএম মতিউর রহমানের কাছে আবেদন করেন। তবে ছুটি না দিয়ে তাঁর পরিচয়পত্র রেখে বিদায় করা হয়। পরদিন সকালে কাজে আসার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘সকালে কারখানায় আসার পথে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত