ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় বাবা–মায়ের পর মারা গেলেন মেয়ে সোনিয়া আক্তার (২৫)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান সোনিয়া।
সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম। তিনি জানান, সোনিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এখন ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছে সোনিয়ার মেয়ে মেহজাবিন (৭) ও ৬০ শতাংশ দগ্ধ নিয়ে ভাই টুটুল মণ্ডল (২২)। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
এর আগে গত শুক্রবার ভোরে ফতুল্লা কাশিপুর এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন রিকশাচালক আব্দুস সালাম মণ্ডল (৫০), তাঁর স্ত্রী বুলবুলি বেগম (৪০), ছেলে মো. টুটুল হোসেন (২৫), মেয়ে সোনিয়া আক্তার (২৭) ও সোনিয়া আক্তারের মেয়ে মেহজাবিন আক্তার (৭)।
তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. সোহাগ বলেন, তাঁদের বাসা ফতুল্লার কাশিপুর এলাকায়। গত বৃহস্পতিবার রাতে তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে আশপাশ থেকে তাঁরা ছুটে যান। তখন আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, চার্জার ফ্যান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ঘরে আগুন ধরে যায়।
সালামের ভাতিজা মো. আল আমিন জানান, তাঁদের গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। তাঁরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কাশিপুর এলাকায় ভাড়া থাকেন। সোনিয়া শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ বন্দর এলাকায় থাকেন। কয়েক দিন আগে মেয়ে মেহজাবিনকে নিয়ে বেড়াতে আসেন তিনি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় বাবা–মায়ের পর মারা গেলেন মেয়ে সোনিয়া আক্তার (২৫)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান সোনিয়া।
সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম। তিনি জানান, সোনিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এখন ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছে সোনিয়ার মেয়ে মেহজাবিন (৭) ও ৬০ শতাংশ দগ্ধ নিয়ে ভাই টুটুল মণ্ডল (২২)। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
এর আগে গত শুক্রবার ভোরে ফতুল্লা কাশিপুর এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন রিকশাচালক আব্দুস সালাম মণ্ডল (৫০), তাঁর স্ত্রী বুলবুলি বেগম (৪০), ছেলে মো. টুটুল হোসেন (২৫), মেয়ে সোনিয়া আক্তার (২৭) ও সোনিয়া আক্তারের মেয়ে মেহজাবিন আক্তার (৭)।
তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. সোহাগ বলেন, তাঁদের বাসা ফতুল্লার কাশিপুর এলাকায়। গত বৃহস্পতিবার রাতে তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে আশপাশ থেকে তাঁরা ছুটে যান। তখন আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, চার্জার ফ্যান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ঘরে আগুন ধরে যায়।
সালামের ভাতিজা মো. আল আমিন জানান, তাঁদের গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। তাঁরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কাশিপুর এলাকায় ভাড়া থাকেন। সোনিয়া শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ বন্দর এলাকায় থাকেন। কয়েক দিন আগে মেয়ে মেহজাবিনকে নিয়ে বেড়াতে আসেন তিনি।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
৮ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগে