Ajker Patrika

রাজধানীতে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৫২
রাজধানীতে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাজধানীর উত্তর মানিকদি এলাকায় ট্রাকচাপায় জারিন তাসনিম নওশীন (২৭) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোরিকশার স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে তাঁর স্বামী কম্পিউটার ইঞ্জিনিয়ার ফখরুল হাসান রিফাত জানান, তাঁরা থাকেন যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায়। গুলশান-২-এ একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন নওশীন। আর তিনি পান্থপথে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সকালে স্ত্রীকে নিজের মোটরসাইকেলে করে গুলশানের অফিসে নিয়ে যাচ্ছিলেন। পথে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন নওশীন। সামান্য আহত হন রিফাত নিজেও। পরে স্বামী নিজেই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। 

বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন নওশীন। এরপর একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নওশীন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাস্থলটি কোন থানার আওতাধীন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত