Ajker Patrika

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত

প্রতিনিধি, কিশোরগঞ্জ
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০: ১৭
Thumbnail image

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

জেলা প্রশাসক জানান, ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনা সংক্রমণ যাতে না হয় সে কথা বিবেচনা করে এবারও ওই ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। বহুতল আবাসিক ভবনের ছাদে যেন ভবনের সবাই মিলে জামাত করেন, সে বিষয়েও আমরা উদ্বুদ্ধ করছি।

উল্লেখ্য, শোলাকিয়া মাঠে করোনা মহামারির কারণে গত ঈদুল ফিতরের জামাতও অনুষ্ঠিত হয়নি। দেশের সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য এই মাঠের খ্যাতি রয়েছে বহুকাল ধরে। ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় 'সোয়া লাখিয়া'। কালের পরিক্রমায় পরবর্তীকালে স্থানটি শোলাকিয়া নামে পরিচিতি পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত