Ajker Patrika

ইটনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত বৃদ্ধ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ইটনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত বৃদ্ধ

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শানু ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে ও ছোট ভাই। আজ শুক্রবার সকালে ইটনা উপজেলায় বাদলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত শানু ভূইয়া উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোগড়িয়া গ্রামের পাগার আলী ভূঁইয়া ছেলে। আহতেরা হলেন—নিহত শানু ভূঁইয়ার ছেলে লিটন ভূইয়ার (৪৫) ও তার ছোট ভাই বাবুল ভূঁইয়া (৫২)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোগড়িয়া গ্রামের শানু ভূঁইয়া ও প্রতিবেশী মুক্তু মিয়ার মধ্যে বাড়ির সীমানা ও টিউবওয়েল স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ইটনা থানা ও বাদলা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শানু ভূঁইয়ার মৃত্যু হয়। 

ইটনা থানার (ওসি) জাকির রব্বানী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত