Ajker Patrika

সাবেক ডিসির বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৫: ৪৪
সংবাদ সম্মেলনে করিম মোল্লা (কোর্ট পরিহিত) ও তাঁর ছেলে। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে করিম মোল্লা (কোর্ট পরিহিত) ও তাঁর ছেলে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক (ডিসি) পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ছোট ভাই আ. করিম মোল্লা।

ভুক্তভোগী আ. করিম মোল্লা এবং অভিযুক্ত বড় ভাই আ. রহিম মোল্লা শহরের উকিলপাড়া নীলগঞ্জ রোড এলাকার বাসিন্দা এবং আবদুস ছোবান মোল্লার ছেলে।

সংবাদ সম্মেলনে আ. করিম মোল্লা বলেন, বড় ভাই আ. রহিম মোল্লা পারিবারিক ও পৈতৃক সম্পত্তি দখলের জন্য নানাভাবে পাঁয়তারা করছেন। তাকে হয়রানি এবং হেনস্তার শিকার হতে হচ্ছে। এ অবস্থায় পারিবারিক বাসাবাড়ি রক্ষার জন্য তাঁর ভাবি শেলোরা মোল্লাকে বিবাদী করে কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

করিম মোল্লা অভিযোগ করেন, ‘মামলার কারণে আ. রহিম মোল্লা ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আমাকে বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সহায়-সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে। গত ২০ নভেম্বর রাতে বাসার সামনে তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন।’ এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।

করিম মোল্লা বলেন, ‘বিবাদীদের মাধ্যমে ভবিষ্যতে আমার ও আমার পরিবারের লোকজনের যে কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা আছে। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমার ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই।’

অভিযোগ অস্বীকার করে সাবেক জেলা প্রশাসক আ. রহিম মোল্লা বলেন, ‘উকিলপাড়া নীলগঞ্জ রোডের বাড়িটি আমার নয়, এটি আমার স্ত্রীর নামে। আমার স্ত্রী তাঁদের বাড়ি ছাড়তে বলেছেন। আমার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত