Ajker Patrika

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: পাল্টাপাল্টি স্লোগানে শুরু হয়নি ভোট গ্রহণ, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১২: ৩৯
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: পাল্টাপাল্টি স্লোগানে শুরু হয়নি ভোট গ্রহণ, পুলিশ মোতায়েন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩–২০২৪ সেশনের নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার। সকাল ১০টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন জটিলতায় বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি।

আইনজীবীদের দুই পক্ষ অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, নির্বাচন কমিশন পুনর্গঠন করে ভোট গ্রহণ শুরু করতে হবে। যেকোনো ধরনের পরিস্থিত মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। 

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এর আগে দুই পক্ষের ঐকমত্যে নির্বাচন কমিশনের প্রধান মনসুরুল হক ভোট গ্রহণের মাত্র এক দিন আগে সোমবার রাতে পদত্যাগ করেন। পরে মঙ্গলবার সারা দিন উত্তেজনা শেষে সন্ধ্যায় উভয় পক্ষ পৃথকভাবে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের ঘোষণা দেয়। আওয়ামীপন্থীরা সাবকমিটির সদস্য মনিরুজ্জামানকে আহ্বায়ক হিসেবে ঘোষণা দেন। আর বিএনপিপন্থীরা সাবকমিটির সদস্য এ এস এম মোকতার কবির খানকে আহ্বায়ক ঘোষণা দেন। 

গত ২৩ ফেব্রুয়ারি তফসিলের পর বারের আওয়ামীপন্থী এবং বিএনপিপন্থী নেতারা নির্বাচন পরিচালনার জন্য পৃথক সাবকমিটি ঘোষণা করে। পরে জটিলতা নিরসনে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে গেলে তিনি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দেন সমাধানের। এর পরই বারের দুই পক্ষ একমত হয়ে সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনার জন্য নতুন করে সাবকমিটি গঠন করে। 

সোমবার বিকেল থেকে প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠান ছিল সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাবকমিটির আহ্বায়ক মুনসুরুল হক চৌধুরী। তবে অনুষ্ঠান শেষে তিনি পদত্যাগ করেন। এরপর মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবীদের কাছে যান বিএনপিপন্থী আইনজীবীরা। সমাধান না হলে সন্ধ্যায় উভয় পক্ষ পৃথক আহ্বায়ক ঘোষণা করে। 

সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু কথা থাকলেও নির্বাচন কমিশন জটিলতায় বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নিজানতে চাইলে সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির আজকের পত্রিকাকে বলেন, আহ্বায়ক ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। বারের সংবিধানের ১৫ (৫) অনুচ্ছেদে বলা আছে সম্পাদক ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচন কমিশনের আহ্বায়কের কাছে হস্তান্তর করবেন। সুতরাং এখানে কোনো ব্যত্যয় হয়নি। আর রাতে সম্পাদকের কক্ষ থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল ব্যালট পেপার ছিনতাই করেছেন বলে অভিযোগ করেন তিনি। 

বর্তমান কমিটির সিনিয়র সহসম্পাদক ও বিএনপিপন্থী আইনজীবী মাহফুজ বিন ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, বর্তমান সভাপতি ও সম্পাদক সোমবার অনুষ্ঠান শেষে আহ্বায়কের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যাতে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আহ্বায়ক চাইছিলেন ভোট গণনা মেশিনে করতে। কিন্তু এতে সম্পাদক আব্দুন নুর দুলাল রাজি হননি। এ ছাড়া নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা দেওয়ার পরও সম্পাদক আলাদাভাবে ব্যালট ছাপিয়েছেন। এসব নিয়ে মনোমালিন্যের কারণে তিনি পদত্যাগ করেছেন। 
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ‘সাদা প্যানেল’ থেকে সভাপতি পদে মো. মোমতাজ উদ্দিন ফকির এবং সম্পাদক মো. আবদুন নূর দুলালকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরে সহসভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে এম. মাসুদ আলম চৌধুরী, সহসম্পাদক পদে এ বি এম নূরে আলম (উজ্জ্বল) ও এম হারুন উর রশিদ মনোনয়ন পেয়েছেন। আর সদস্য পদে মনোনয়ন পেয়েছেন মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানা। 

আর বিএনপি–জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে। নীল প্যানেলে দুই সহসভাপতি পদে প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা সন্ধ্যাকে। কোষাধ্যক্ষ পদে আছেন রেজাউল করিম। দুই সহসম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও মো. আব্দুল করিম। আর সদস্য পদের প্রার্থীরা হলেন ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও মোস্তাফিজুর রহমান আহাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত