Ajker Patrika

নতুন দল নিয়ে মতামত সংগ্রহে ঢাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ক্যাম্পেইন

ঢাবি সংবাদদাতা
ঢাবির কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ এবং হল পাড়ায় বুথ বসানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা
ঢাবির কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ এবং হল পাড়ায় বুথ বসানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ এবং হল পাড়ায় বুথ বসানো হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয়টি স্থানে বুথ বসিয়ে মতামত সংগ্রহের এই ক্যাম্পেইন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই জরিপে নতুন দলের নাম কী হবে, প্রতীক কী হবে, দলের কাছে প্রত্যাশা কী, দেশ বদলে দেওয়া তিনটি কাজের প্রস্তাব ইত্যাদি আকাঙ্ক্ষার কথা লিখিত ফরমের মাধ্যমে জানাচ্ছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকেরা বলছেন, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তাঁরা। তাদের প্রত্যাশা, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল।

মতামত সংগ্রহের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য আশিকুর রহমান জীম বলেন, ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই আকাঙ্ক্ষা আমরা সবার চাওয়া অনুযায়ীই পূরণ করতে চাই। সে উদ্দেশ্যকে সামনে রেখেই দেশব্যাপী অনলাইনে-অফলাইনে জনমত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের শিক্ষার্থী লিমন হাসান বলেন, বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে সবার মতামত নিয়ে এগিয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে বিপ্লবীদের এই দলটি। দেশ-জাতির পুনর্গঠনে তারা মানুষের সকল পরামর্শকে মূল্যায়ন করছে।

এর আগে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ক্যাম্পেইনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন একসময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তারুণ্য। সেই তরুণেরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আর সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করছি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামক ক্যাম্পেইন।

হাসনাত আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মতামতই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবার মতামতের ভিত্তিতেই গঠিত হবে জনগণের আকাঙ্ক্ষা ধারণকারী নতুন রাজনৈতিক দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত