Ajker Patrika

ঢাকার আদালত প্রাঙ্গণে আইনজীবীর মৃত্যু, ধারণা হিট স্ট্রোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২৩, ১৬: ৪২
ঢাকার আদালত প্রাঙ্গণে আইনজীবীর মৃত্যু, ধারণা হিট স্ট্রোক

ঢাকার আদালতে মামলার শুনানি শেষে চেম্বারের ফেরার পথে অসুস্থ হয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শফিউল আলম ওরফে আলাউদ্দিন নামের এই আইনজীবীর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তীব্র গরমে হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে কর্মরত চিকিৎসকেরা।

প্রত্যক্ষদর্শী আইনজীবী মো. ওসমান গণি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুনানি শেষে চেম্বারে ফিরছিলেন। পথেই তিনি অসুস্থ বোধ করেন। পাশের একজন আইনজীবীর ঘাড়ে হাত রেখে বলেন, ‘আমি অসুস্থ বোধ করছি। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান।’ তখন উপস্থিত আইনজীবীরা তাঁকে ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তিনি সুস্থ না হওয়ায় পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, ‘সাধারণ আইনজীবীদের মুখে শুনেছি, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে।’

সহকর্মীরা বলছেন, তীব্র গরমের মধ্যে কোট-গাউন পরার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। ড্রেস কোড পরিবর্তনের জন্য ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এরই মধ্যে প্রধান বিচারপতিকে চিঠি লেখা হয়েছে।

আইনজীবীদের শঙ্কা, প্রতিদিন গরম যেভাবে বাড়ছে ড্রেস কোড পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও অঘটন ঘটতে পারে।

আইনজীবী শফিউল আলমের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। বিকেল চারটায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে তাঁর প্রথম জানাজা হওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত