ঢাবি সংবাদদাতা
রাজধানীর মিরপুরে যাত্রী ওঠানোর জন্য দীর্ঘক্ষণ বাস দাঁড় করিয়ে রাখার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামানকে মারধরের অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। পরে ঢাবি শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাজধানীর মিরপুরে বাসের মালিকসহ ‘মিরপুর সুপার লিংক’ এর পাঁচটি বাস জব্দ করে। পরে বাসের ওই চালক ও তাঁর সহকারীকে এনে ভুক্তভোগী শিক্ষকের পা ধরে মাফ চাইতে বাধ্য করেন তাঁরা।
গতকাল শুক্রবার দুপুরে মিরপুর ১১ নম্বর এলাকার সড়কে মারধরের এ ঘটনা ঘটে। ওই বাসচালকের নাম মো. সেলিম এবং বাসমালিকের নাম মো. হাসান।
মারধরের বিষয়টি বর্ণনা করে ঢাবির ভুক্তভোগী শিক্ষক বিকেলে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। ঘটনার বর্ণনায় তিনি লেখেন, শুক্রবার দুপুরে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন শেষে নিউমার্কেট থেকে মিরপুরে যাওয়ার জন্য মিরপুর সুপার লিংকের (৩৬ নম্বর) বাসে ওঠেন। বাসটি মিরপুর-১০ নম্বর সিগনালে যাত্রী ওঠানোর জন্য ইচ্ছাকৃত বিলম্ব করছিল। এ নিয়ে তাঁর বাগ্বিতণ্ডা হয় বাসচালক এবং সহকারীর সঙ্গে। একপর্যায়ে তারা ভুক্তভোগী শিক্ষককে লাস্ট স্টপেজে নিয়ে পেটানোর হুমকি দেন। এমনকি তাঁরা অন্য যাত্রীকেও সঠিক স্থানে নামতে দিচ্ছিলেন না। এ নিয়ে রাগারাগি করেন তিনি। পরে তিনি মিরপুর-১১ নম্বরের কাছে বাস থামাতে বাধ্য করলে বাসচালক ও তাঁর সহকারীও নেমে আসেন। সেখানে ওই বাসচালক একটি বাঁশ জোগাড় করে তাঁর মাথায় আঘাত করেন, পেটে লাথি দেন এবং পরনের টি-শার্ট টেনে ছিঁড়ে ফেলেন।
পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এরপর ওই দিন বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড থেকে মিরপুর সুপার লিংকের ৫টি বাস ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা। অন্যদিকে মিরপুরে বসবাসকারী ঢাবি শিক্ষার্থীরাও মিরপুর লিংকের ছয়টি বাস আটকে দেন। শিক্ষার্থীদের চাপের মুখে বাসচালক ও তাঁর সহকারীকে আটক করে পল্লবী থানা-পুলিশ।
এ বিষয়ে মিরপুরে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চাপে পুলিশের মাধ্যমে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আমরা তাদের উপযুক্ত শাস্তির দাবি করেছি। থানায় দায়িত্বরত ওসিও উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।’
এ নিয়ে ভুক্তভোগী ঢাবি শিক্ষক আদীব শাহরিয়ার জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা (বাসচালক ও সহকারী) আমার পা ধরে মাফ চেয়েছে। আমিও তাই আর মামলা করিনি। তবে পুলিশের পক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। তারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আজকে আটককৃতদের ম্যাজিস্ট্রেটের সহায়তায় কোর্টেও তুলতে পারে। তারা অন্য কোনো পদক্ষেপও নিতে পারে।’
রাজধানীর মিরপুরে যাত্রী ওঠানোর জন্য দীর্ঘক্ষণ বাস দাঁড় করিয়ে রাখার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামানকে মারধরের অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। পরে ঢাবি শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাজধানীর মিরপুরে বাসের মালিকসহ ‘মিরপুর সুপার লিংক’ এর পাঁচটি বাস জব্দ করে। পরে বাসের ওই চালক ও তাঁর সহকারীকে এনে ভুক্তভোগী শিক্ষকের পা ধরে মাফ চাইতে বাধ্য করেন তাঁরা।
গতকাল শুক্রবার দুপুরে মিরপুর ১১ নম্বর এলাকার সড়কে মারধরের এ ঘটনা ঘটে। ওই বাসচালকের নাম মো. সেলিম এবং বাসমালিকের নাম মো. হাসান।
মারধরের বিষয়টি বর্ণনা করে ঢাবির ভুক্তভোগী শিক্ষক বিকেলে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। ঘটনার বর্ণনায় তিনি লেখেন, শুক্রবার দুপুরে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন শেষে নিউমার্কেট থেকে মিরপুরে যাওয়ার জন্য মিরপুর সুপার লিংকের (৩৬ নম্বর) বাসে ওঠেন। বাসটি মিরপুর-১০ নম্বর সিগনালে যাত্রী ওঠানোর জন্য ইচ্ছাকৃত বিলম্ব করছিল। এ নিয়ে তাঁর বাগ্বিতণ্ডা হয় বাসচালক এবং সহকারীর সঙ্গে। একপর্যায়ে তারা ভুক্তভোগী শিক্ষককে লাস্ট স্টপেজে নিয়ে পেটানোর হুমকি দেন। এমনকি তাঁরা অন্য যাত্রীকেও সঠিক স্থানে নামতে দিচ্ছিলেন না। এ নিয়ে রাগারাগি করেন তিনি। পরে তিনি মিরপুর-১১ নম্বরের কাছে বাস থামাতে বাধ্য করলে বাসচালক ও তাঁর সহকারীও নেমে আসেন। সেখানে ওই বাসচালক একটি বাঁশ জোগাড় করে তাঁর মাথায় আঘাত করেন, পেটে লাথি দেন এবং পরনের টি-শার্ট টেনে ছিঁড়ে ফেলেন।
পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। এরপর ওই দিন বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড থেকে মিরপুর সুপার লিংকের ৫টি বাস ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা। অন্যদিকে মিরপুরে বসবাসকারী ঢাবি শিক্ষার্থীরাও মিরপুর লিংকের ছয়টি বাস আটকে দেন। শিক্ষার্থীদের চাপের মুখে বাসচালক ও তাঁর সহকারীকে আটক করে পল্লবী থানা-পুলিশ।
এ বিষয়ে মিরপুরে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চাপে পুলিশের মাধ্যমে চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আমরা তাদের উপযুক্ত শাস্তির দাবি করেছি। থানায় দায়িত্বরত ওসিও উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।’
এ নিয়ে ভুক্তভোগী ঢাবি শিক্ষক আদীব শাহরিয়ার জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা (বাসচালক ও সহকারী) আমার পা ধরে মাফ চেয়েছে। আমিও তাই আর মামলা করিনি। তবে পুলিশের পক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। তারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আজকে আটককৃতদের ম্যাজিস্ট্রেটের সহায়তায় কোর্টেও তুলতে পারে। তারা অন্য কোনো পদক্ষেপও নিতে পারে।’
রাজশাহীতে ব্যাটারিচালিত একটি ভ্যানের জন্য এর চালককে খুন করা হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার মোহনপুর থানা-পুলিশ যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১৮ মিনিট আগেরমজান মাসে নিরাপদ সড়ক ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করে জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
৩৩ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করেন হাফিজুর।
৩৫ মিনিট আগেউল্লাপাড়ায় ২০০১ সালে পূর্ণিমা রানী শীল ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার উল্লাপাড়া শহীদ মিনারে ভুক্তভোগী পরিবার ও পূর্বদেলুয়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে