নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। তবে এই আসনের অন্তর্ভুক্ত অভিজাত গুলশান-বনানীতে নেই ভোটের আমেজ। ভোটারদের মধ্যেও নেই বাড়তি আগ্রহ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসারেরা বলছেন, অভিজাত এলাকা হওয়ায় ভোটারেরা সকালে ভোট দিতে আসছেন না। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা তাদের।
আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৬১ নম্বর কেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট পড়েছে ১২ টি। অন্যদিকে ৪ নম্বর কক্ষে ভোট পড়েছে ১০ টি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩০৫ জন। ভোট কক্ষগুলোতে নৌকা ও গোলাপ ফুল ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি।
ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুলিশ, আনসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারের অপেক্ষায় বসে আছে। দু-একজন করে ভোটার এসে নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন।
চার ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাজিমুল হক হতাশকন্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘১ শতাংশেরও কম।’ এ সময় তিনি আরও বলেন, ‘অভিজাত এলাকার মানুষ ছুটির দিনে এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে ওঠে। তবে এখন ভোটারেরা আসা শুরু করেছে। দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে।’
কক্ষে এজেন্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌকা এবং গোলাপ ফুল ছাড়া অন্যপ্রার্থীরা কাগজ সাবমিট করেনি।’
দুপুর ১২টায় মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় ভোটার প্রপতি ভৌমিক নামের একজন ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ছুটির দিন, তাই সবাই আসলে দুপুর পর্যন্ত বিশ্রাম নিচ্ছেন। আমাদের আশপাশের প্রতিবেশীরাও জানিয়েছে তারা দুপুরের পর ভোট দিতে আসবে। আমরাও সকালে নাশতা, কাজ শেষ করে এখন ভোট দিতে এসেছি।’
শাহনাজ হামিদ নামে এই কেন্দ্রের আরেকজন ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে সবাই একটু রিল্যাক্স হয়ে ভোট দিতে আসবে। তবে সবাই আসবে ভোট দিতে।’
বিজয়ী হিসেবে তাঁর প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য আমাদের যোগ্য, শিক্ষিত ব্যক্তির দরকার।’
চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। তবে এই আসনের অন্তর্ভুক্ত অভিজাত গুলশান-বনানীতে নেই ভোটের আমেজ। ভোটারদের মধ্যেও নেই বাড়তি আগ্রহ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসারেরা বলছেন, অভিজাত এলাকা হওয়ায় ভোটারেরা সকালে ভোট দিতে আসছেন না। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা তাদের।
আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৬১ নম্বর কেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট পড়েছে ১২ টি। অন্যদিকে ৪ নম্বর কক্ষে ভোট পড়েছে ১০ টি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩০৫ জন। ভোট কক্ষগুলোতে নৌকা ও গোলাপ ফুল ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি।
ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুলিশ, আনসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারের অপেক্ষায় বসে আছে। দু-একজন করে ভোটার এসে নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন।
চার ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাজিমুল হক হতাশকন্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘১ শতাংশেরও কম।’ এ সময় তিনি আরও বলেন, ‘অভিজাত এলাকার মানুষ ছুটির দিনে এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে ওঠে। তবে এখন ভোটারেরা আসা শুরু করেছে। দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে।’
কক্ষে এজেন্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌকা এবং গোলাপ ফুল ছাড়া অন্যপ্রার্থীরা কাগজ সাবমিট করেনি।’
দুপুর ১২টায় মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় ভোটার প্রপতি ভৌমিক নামের একজন ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ছুটির দিন, তাই সবাই আসলে দুপুর পর্যন্ত বিশ্রাম নিচ্ছেন। আমাদের আশপাশের প্রতিবেশীরাও জানিয়েছে তারা দুপুরের পর ভোট দিতে আসবে। আমরাও সকালে নাশতা, কাজ শেষ করে এখন ভোট দিতে এসেছি।’
শাহনাজ হামিদ নামে এই কেন্দ্রের আরেকজন ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে সবাই একটু রিল্যাক্স হয়ে ভোট দিতে আসবে। তবে সবাই আসবে ভোট দিতে।’
বিজয়ী হিসেবে তাঁর প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য আমাদের যোগ্য, শিক্ষিত ব্যক্তির দরকার।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে