নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। তবে এই আসনের অন্তর্ভুক্ত অভিজাত গুলশান-বনানীতে নেই ভোটের আমেজ। ভোটারদের মধ্যেও নেই বাড়তি আগ্রহ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসারেরা বলছেন, অভিজাত এলাকা হওয়ায় ভোটারেরা সকালে ভোট দিতে আসছেন না। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা তাদের।
আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৬১ নম্বর কেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট পড়েছে ১২ টি। অন্যদিকে ৪ নম্বর কক্ষে ভোট পড়েছে ১০ টি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩০৫ জন। ভোট কক্ষগুলোতে নৌকা ও গোলাপ ফুল ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি।
ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুলিশ, আনসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারের অপেক্ষায় বসে আছে। দু-একজন করে ভোটার এসে নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন।
চার ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাজিমুল হক হতাশকন্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘১ শতাংশেরও কম।’ এ সময় তিনি আরও বলেন, ‘অভিজাত এলাকার মানুষ ছুটির দিনে এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে ওঠে। তবে এখন ভোটারেরা আসা শুরু করেছে। দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে।’
কক্ষে এজেন্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌকা এবং গোলাপ ফুল ছাড়া অন্যপ্রার্থীরা কাগজ সাবমিট করেনি।’
দুপুর ১২টায় মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় ভোটার প্রপতি ভৌমিক নামের একজন ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ছুটির দিন, তাই সবাই আসলে দুপুর পর্যন্ত বিশ্রাম নিচ্ছেন। আমাদের আশপাশের প্রতিবেশীরাও জানিয়েছে তারা দুপুরের পর ভোট দিতে আসবে। আমরাও সকালে নাশতা, কাজ শেষ করে এখন ভোট দিতে এসেছি।’
শাহনাজ হামিদ নামে এই কেন্দ্রের আরেকজন ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে সবাই একটু রিল্যাক্স হয়ে ভোট দিতে আসবে। তবে সবাই আসবে ভোট দিতে।’
বিজয়ী হিসেবে তাঁর প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য আমাদের যোগ্য, শিক্ষিত ব্যক্তির দরকার।’
চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। তবে এই আসনের অন্তর্ভুক্ত অভিজাত গুলশান-বনানীতে নেই ভোটের আমেজ। ভোটারদের মধ্যেও নেই বাড়তি আগ্রহ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসারেরা বলছেন, অভিজাত এলাকা হওয়ায় ভোটারেরা সকালে ভোট দিতে আসছেন না। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা তাদের।
আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৬১ নম্বর কেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট পড়েছে ১২ টি। অন্যদিকে ৪ নম্বর কক্ষে ভোট পড়েছে ১০ টি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩০৫ জন। ভোট কক্ষগুলোতে নৌকা ও গোলাপ ফুল ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি।
ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুলিশ, আনসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারের অপেক্ষায় বসে আছে। দু-একজন করে ভোটার এসে নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন।
চার ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাজিমুল হক হতাশকন্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘১ শতাংশেরও কম।’ এ সময় তিনি আরও বলেন, ‘অভিজাত এলাকার মানুষ ছুটির দিনে এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে ওঠে। তবে এখন ভোটারেরা আসা শুরু করেছে। দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে।’
কক্ষে এজেন্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌকা এবং গোলাপ ফুল ছাড়া অন্যপ্রার্থীরা কাগজ সাবমিট করেনি।’
দুপুর ১২টায় মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় ভোটার প্রপতি ভৌমিক নামের একজন ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে ছুটির দিন, তাই সবাই আসলে দুপুর পর্যন্ত বিশ্রাম নিচ্ছেন। আমাদের আশপাশের প্রতিবেশীরাও জানিয়েছে তারা দুপুরের পর ভোট দিতে আসবে। আমরাও সকালে নাশতা, কাজ শেষ করে এখন ভোট দিতে এসেছি।’
শাহনাজ হামিদ নামে এই কেন্দ্রের আরেকজন ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে সবাই একটু রিল্যাক্স হয়ে ভোট দিতে আসবে। তবে সবাই আসবে ভোট দিতে।’
বিজয়ী হিসেবে তাঁর প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য আমাদের যোগ্য, শিক্ষিত ব্যক্তির দরকার।’
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে