Ajker Patrika

মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১৯: ২৮
মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

মানিকগঞ্জের সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো. বাদশা মোল্লা নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।

নিহত বাদশা মোল্লা রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার নলিয়া গ্রামের ইখলাস মোল্লার ছেলে। তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। 

সদর ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে, চুয়াডাঙ্গাগামী জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাটুরিয়া ঘাটের দিকে আসছিল। বেলা পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। তিনি সেলফি বাসের যাত্রী ছিলেন। এ ঘটনা উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, গোলড়া হাইওয়ে পুলিশ, সদর থানার-পুলিশ এবং জেলা ট্রাফিক পুলিশ হতাহতদের উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের মধ্যে ২০ জনকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনাস্থলের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত দুটি বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর. এম. ও) এ কে এম রাসেল বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত আছেন। 

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) এ কে এম মেরাজ উদ্দিন বলেন, রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর পৌনে ২টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন। 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত