Ajker Patrika

নিখোঁজের ৬ দিন পর অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নিখোঁজের ৬ দিন পর অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ছয় দিন পর ফাতেমা আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সহবতপুর ইউনিয়নের দক্ষিণ সহবতপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সমাজ মিয়ার মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রথম স্বামী আলীমের সঙ্গে বিচ্ছেদ হয় ফাতেমার। এরপর পাঁচ বছর প্রবাস জীবন শেষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রুবেল মিয়া সঙ্গে বিয়ে করেন। পরে সাত মাস আগে রুবেলকে তালাক দিয়ে তাঁর ছোট ভাই শামীমকে বিয়ে করেন। এর মধ্যে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

তাঁরা আরও জানান, গত বৃহস্পতিবার স্বামীসহ ফাতেমা তাঁর বাবার বাড়ি সহবতপুর আসেন। পরের দিন সকালে শামীম ঘুম থেকে উঠে ফাতেমাকে পাননি। ফাতেমার পরিবারের সদস্যরা শামীমকে চাপ দিলে তিনি ঢাকা পালিয়ে যান। শামীমের মোবাইল ফোনে যোগযোগ করলেও কোনো জবাব দেননি। ছয় দিন নিখোঁজ থাকার পর বুধবার বাড়ির পাশের ঝোপের মধ্যে ফাতেমার ঝুলন্ত লাশ দেখতে পান চাচাতো ভাবি পারুল।

এ বিষয়ে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান সরকার জাহিদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত