Ajker Patrika

মুকসুদপুরে স্ত্রী-সন্তানকে অ্যাসিডে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
মুকসুদপুরে স্ত্রী-সন্তানকে অ্যাসিডে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রী ও সন্তানের গায়ে অ্যাসিড নিক্ষেপ এবং ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামের ওই ঘটনায় দগ্ধ দুজনকে গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মোছা. হেলেনা আক্তারের (৩৫) মামা মোশারফ শেখ বলেন, ১৪ বছর আগে একই উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. ওসমান খানের সঙ্গে হেলেনার বিয়ে হয়। প্রথম বিয়ের কথা গোপন রেখে হেলেনাকে বিয়ে করেন ওসমান। তাঁদের সংসারে এক ছেলে সন্তান (১৩) রয়েছে। প্রথম স্ত্রী থাকা এবং স্বামী মাদকাসক্ত ও বখাটে হওয়ার কারণে বিয়ের তিন বছর পর বিচ্ছেদ হয় তাঁদের। একমাত্র শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন হেলেনা। তবে সন্তানকে দেখতে মাঝেমধ্যে হেলেনার বাবার বাড়িতে আসতেন ওসমান।

মোশারফ শেখ আরও বলেন, একপর্যায়ে বিচ্ছেদের সাত বছর পর তাঁদের আবার বিয়ে হয়। সম্প্রতি ব্যবসা করতে হেলেনার কাছে টাকা চান ওসমান। সে টাকা দিতে রাজি না হওয়ায় কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত ৪ জুন রাতে ঘুমিয়ে থাকা স্ত্রী ও সন্তানের গায়ে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন ওসমান। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। তাতে হেলেনা ও সন্তানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি জানতে পেরে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। অ্যাসিড নিক্ষেপ ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় হেলেনার বাবা চুন্নু শেখ মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে ওসমান পলাতক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত