নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটি অফিস খুলে বিভিন্ন পত্রিকায় কথিত নামিদামি প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফাঁদ পাততো একটি চক্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষিত ও বেকার যুবকেরা চাকরির জন্য যোগাযোগ করলেই শুরু হতো প্রতারণা। চাকরির জামানত ও দামি ল্যাপটপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করত চক্রটি। প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল মঙ্গলবার রাতে উত্তরার দক্ষিণখান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতেরা হলেন চক্রের প্রধান মো. মজিবুর রহমান (৪২), তাঁর দুই নারী সহযোগী লাবনী আক্তার (২৩) ও জান্নাতুল ফেরদৌস ময়না (২০)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৬০টি সিম কার্ড, চাকরিপ্রার্থীদের ৪০টি জাতীয় পরিচয়পত্র, ১৪৮টি বায়োডাটা ও ৩০-এর অধিক ভূইফোড় কোম্পানি/এনজিওর নামে তৈরি করা নিয়োগপত্র ও রাবার স্ট্যাম্প সিল জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, রাজধানীর উত্তরায় নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটি অফিস খুলে বিভিন্ন পত্রিকায় ভুঁইফোড় কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করত চক্রটি। অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের ফাঁদে পা দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত ও বেকার অসংখ্য যুবক প্রতারতি হচ্ছে। এ বিষয়ে সাইবার পুলিশ সেন্টারে (সিপিসি) একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চক্রের প্রধান মজিবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গত পাঁচ বছরে প্রায় ২৫ জন চাকরিপ্রত্যাশীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। চাকরিপ্রত্যাশিদের কাছ থেকে বিভিন্ন কৌশলে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। চাকরির নামে প্রতারণার অভিযোগে মুজিবুর বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। পরে জামিনে বের হয়ে এসে একই কাজ করে আসছেন। গ্রেপ্তার চক্রের সদস্যদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম ডিজিটাল নিরাপত্তা আইন, প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর উত্তরায় নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটি অফিস খুলে বিভিন্ন পত্রিকায় কথিত নামিদামি প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফাঁদ পাততো একটি চক্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষিত ও বেকার যুবকেরা চাকরির জন্য যোগাযোগ করলেই শুরু হতো প্রতারণা। চাকরির জামানত ও দামি ল্যাপটপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করত চক্রটি। প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল মঙ্গলবার রাতে উত্তরার দক্ষিণখান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতেরা হলেন চক্রের প্রধান মো. মজিবুর রহমান (৪২), তাঁর দুই নারী সহযোগী লাবনী আক্তার (২৩) ও জান্নাতুল ফেরদৌস ময়না (২০)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৬০টি সিম কার্ড, চাকরিপ্রার্থীদের ৪০টি জাতীয় পরিচয়পত্র, ১৪৮টি বায়োডাটা ও ৩০-এর অধিক ভূইফোড় কোম্পানি/এনজিওর নামে তৈরি করা নিয়োগপত্র ও রাবার স্ট্যাম্প সিল জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, রাজধানীর উত্তরায় নারী ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটি অফিস খুলে বিভিন্ন পত্রিকায় ভুঁইফোড় কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করত চক্রটি। অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের ফাঁদে পা দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত ও বেকার অসংখ্য যুবক প্রতারতি হচ্ছে। এ বিষয়ে সাইবার পুলিশ সেন্টারে (সিপিসি) একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চক্রের প্রধান মজিবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গত পাঁচ বছরে প্রায় ২৫ জন চাকরিপ্রত্যাশীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। চাকরিপ্রত্যাশিদের কাছ থেকে বিভিন্ন কৌশলে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। চাকরির নামে প্রতারণার অভিযোগে মুজিবুর বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। পরে জামিনে বের হয়ে এসে একই কাজ করে আসছেন। গ্রেপ্তার চক্রের সদস্যদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম ডিজিটাল নিরাপত্তা আইন, প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৩ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৬ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩৮ মিনিট আগে