চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৯) ও জান্নাত আক্তার (৮) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামের ভূইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
ইয়াসমিন ওই গ্রামের মো. দাউদের মেয়ে এবং জান্নাত পাশ্ববর্তী তৈয়াসা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। তারা নগর শরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ইয়াসমিন ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী আর জান্নাত তৃতীয় শ্রেণির।
পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার জন্য তারা দুজন বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রা। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাদ হোসাইন বলেন, ‘মঙ্গলবার সকালে পানিতে পড়া দুটি শিশুকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখলাম তারা হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
নগর দরবার শরিফের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস বলেন, ‘জান্নাত ও ইয়াসমিন পড়ালেখায় ছিল অত্যান্ত মেধাবী। শুনেছি মঙ্গলবার সকালে তারা দুজন স্কুলে আসার জন্য গোসল করতে বাড়ির পাশে পুকুরে যাচ্ছে বলে ঘর বের হয়। গোসল করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এ সময় তাদের পোশাক এবং পায়ের স্যান্ডেল পুকুরের ঘাটে দেখতে পায়। পরে স্থানীয়দের সহাতায় পুকুরে নেমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’
ইয়াসমিনের বাবা দাউদ বলেন, ‘জান্নাতের মা মারা যাওয়ার পরে সে নানার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে আসছে। মঙ্গলবার সকালে দুজন স্কুলে যাওয়ার জন্য গোসল করতে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়। ঘরে ফরতে দেরি হচ্ছে দেখে প্রতিবেশীদের নিয়ে পুকুরঘাটে যাই। সেখানে গিয়ে দেখি দুজনের স্কুলের পোশাক এবং স্যান্ডেল ঘাটে পড়ে আছে। কিন্তু তারা নেই। পরে উপস্থিত লোকজন পুকুরে নেমে দুজনের মরদেহ খুঁজে পায়।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেন বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোজখবর নিচ্ছি। দুই শিশুর মৃত্যুর বিষয়ে কারও অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৯) ও জান্নাত আক্তার (৮) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামের ভূইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
ইয়াসমিন ওই গ্রামের মো. দাউদের মেয়ে এবং জান্নাত পাশ্ববর্তী তৈয়াসা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। তারা নগর শরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ইয়াসমিন ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী আর জান্নাত তৃতীয় শ্রেণির।
পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার জন্য তারা দুজন বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রা। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাদ হোসাইন বলেন, ‘মঙ্গলবার সকালে পানিতে পড়া দুটি শিশুকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখলাম তারা হাসপাতালে আনার আগেই মারা গেছে।’
নগর দরবার শরিফের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস বলেন, ‘জান্নাত ও ইয়াসমিন পড়ালেখায় ছিল অত্যান্ত মেধাবী। শুনেছি মঙ্গলবার সকালে তারা দুজন স্কুলে আসার জন্য গোসল করতে বাড়ির পাশে পুকুরে যাচ্ছে বলে ঘর বের হয়। গোসল করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এ সময় তাদের পোশাক এবং পায়ের স্যান্ডেল পুকুরের ঘাটে দেখতে পায়। পরে স্থানীয়দের সহাতায় পুকুরে নেমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’
ইয়াসমিনের বাবা দাউদ বলেন, ‘জান্নাতের মা মারা যাওয়ার পরে সে নানার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে আসছে। মঙ্গলবার সকালে দুজন স্কুলে যাওয়ার জন্য গোসল করতে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়। ঘরে ফরতে দেরি হচ্ছে দেখে প্রতিবেশীদের নিয়ে পুকুরঘাটে যাই। সেখানে গিয়ে দেখি দুজনের স্কুলের পোশাক এবং স্যান্ডেল ঘাটে পড়ে আছে। কিন্তু তারা নেই। পরে উপস্থিত লোকজন পুকুরে নেমে দুজনের মরদেহ খুঁজে পায়।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেন বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোজখবর নিচ্ছি। দুই শিশুর মৃত্যুর বিষয়ে কারও অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
৭ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
১২ মিনিট আগেলালমনিরহাট লালমনিরহাট সদরে পুলিশ দেখে নদীতে লাফ দিয়ে নিখোঁজের দুই দিন পর সেই কিশোর শান্ত রায়ের (১৪) লাশ ভেসে উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগেরাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের ডাক্তার হওয়ার স্বপ্ন চিরতরে নিভে গেল। তার গ্রামের বাড়ি গাজীপুরে এখন চলছে শুধুই শোকের মাতম। শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণ স্বরে কাতরাচ্ছেন পিতা শাহ আলম ও মা মিনারা বেগম।
২৪ মিনিট আগে