Ajker Patrika

নীলফামারীতে প্রস্তুত নিহত শিক্ষক মাহরীন চৌধুরীর কবর

নীলফামারী ও ডিমলা প্রতিনিধি 
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬: ১৩
ঘটনায় নিহত স্কুল শিক্ষক মাহরিন চৌধুরীর দাফন হবে নীলফামারীতে তাঁর নিজ গ্রামে। ছবি: আজকের পত্রিকা
ঘটনায় নিহত স্কুল শিক্ষক মাহরিন চৌধুরীর দাফন হবে নীলফামারীতে তাঁর নিজ গ্রামে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলশিক্ষক মাহরীন চৌধুরীর দাফন হবে নীলফামারীতে তাঁর নিজ গ্রামে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই জেলার জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী গ্রামে প্রস্তুত করা হচ্ছে তাঁর কবর। বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক এই কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

ফেসবুক পোস্টে মাহরীন চৌধুরীর ভাই মুনাফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোর সাড়ে ৪টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পরেই বোনের মরদেহ নিয়ে নীলফামারীর জলঢাকার আমাদের গ্রামের পথে রওয়ানা দেওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা হবে এবং আমাদের পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হবে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে স্কুলের কো-অর্ডিনেটর মাহরীন চৌধুরী (৪২) দগ্ধ হন। দগ্ধ শরীর নিয়েই তিনি শিশুদের বাঁচানোর চেষ্টা করেন। শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে শতভাগ দগ্ধ হয়ে মৃত্যুর কাছে হার মেনেছেন এই সাহসী শিক্ষক।

মাহরীন চৌধুরী নীলফামারীর জলঢাকার মৃত মহিতুর রহমান চৌধুরীর মেয়ে ও জলঢাকা বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি। মাহরীনের বাবা মহিতুর রহমান চৌধুরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত