Ajker Patrika

দীর্ঘ কয়েক বছর এই দেশে কোনো নির্বাচন হয় নাই: কাদের সিদ্দিকী 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
দীর্ঘ কয়েক বছর এই দেশে কোনো নির্বাচন হয় নাই: কাদের সিদ্দিকী 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘দীর্ঘ কয়েক বছর এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষের ভোটের কোনো অধিকার নাই। আমরা মানুষের ভোটের অধিকার চাই। অধিকার আদায়ের জন্যেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আগামী ৭ তারিখে নির্বাচন।’ 

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সখীপুর তালতলা চত্বরে গামছা মার্কার মিছিল শেষে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচন ৭১ সালের মত একটি যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে। পাহাড়ের মানুষ মাথা নিচু করে থেকোনা। এক আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া পাহাড়ের মানুষ কারও কাছে মাথা নত করবে না। এই দুনিয়ায় কোনো পেশিশক্তির কাছে মাথানত করে ১০০ বছর বাঁচার চাইতে আল্লাহকে হাজির জেনে একদিন বাঁচা আমি অনেক বড় মনে করি। 

স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ করে বীর উত্তম কাদের সিদ্দিকী বলেন, ভোটকেন্দ্রে ভোটার আমার দরকার না। ভোটকেন্দ্রে বেশি ভোটার দরকার শেখ হাসিনার। বাইরের দুনিয়ার কাছে তাঁকে ভোট দেখাতে হবে। 

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খান সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী, ছোট ভাই মনসুর আল মামুন আজাদ সিদ্দিকী, বড় মেয়ে ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার, আবু জাহিদ রিপন প্রমুখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত