নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ‘’২৪–এর অভ্যুত্থানের ৬ মাস হয়েছে। ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের দিন পর্যন্ত সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, ‘আমরা বলেছি, নিহত পরিবারগুলো পুনর্বাসন করতে হবে। সরকার শহীদ পরিবারকে ৫ লাখ করে টাকা দিচ্ছে। শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না। প্রত্যেকটি শহীদ পরিবারে চাকরির ব্যবস্থা করতে হবে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকার পরিচালনাকারী কিছু নেতা নষ্ট করে দিচ্ছে। মানুষের চেতনা সহজে তৈরি হয় না, কিন্তু সহজেই নষ্ট করা যায়। মানুষ তার বাক্স্বাধীনতা ফেরত চায়। মানুষ সর্বোপরি ভোটের অধিকার চায়। আজকে সরকারের সমালোচনা করতে হয়। তারেক রহমান বলেছেন, সরকারকে সহযোগিতা করার জন্য। তাই আমরা করে যাচ্ছি।’
সমন্বয়কদের ইঙ্গিত করে স্বেচ্ছাসেবক দলের এ নেতা বলেন, ‘কথায় কথায় বলছে ’২৪–এর চেতনা ধ্বংস হয়ে গেলে অমুককে উঠিয়ে নিব। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষ ভালোভাবে নেয় না। উনারা ভুল করছেন। আমরা যখন বলছি, তখন উনারা আমাদের শত্রু মনে করছেন। মানুষের যখন ভালো সময় তখন অনেক বন্ধু তৈরি হয়।
সরকার এবং সরকারের সমর্থনে যারা আছে, তাদের এখন অনেক বন্ধু। এই সরকারে আছেন যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, তখন সহানুভূতি জানানোর জন্য তারেক রহমান ছাড়া কেউ ছিলেন না।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব মমিনুর রহমান বাবু।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ‘’২৪–এর অভ্যুত্থানের ৬ মাস হয়েছে। ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের দিন পর্যন্ত সরকার বলতে পারল না কতজন শহীদ হয়েছে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, ‘আমরা বলেছি, নিহত পরিবারগুলো পুনর্বাসন করতে হবে। সরকার শহীদ পরিবারকে ৫ লাখ করে টাকা দিচ্ছে। শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না। প্রত্যেকটি শহীদ পরিবারে চাকরির ব্যবস্থা করতে হবে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকার পরিচালনাকারী কিছু নেতা নষ্ট করে দিচ্ছে। মানুষের চেতনা সহজে তৈরি হয় না, কিন্তু সহজেই নষ্ট করা যায়। মানুষ তার বাক্স্বাধীনতা ফেরত চায়। মানুষ সর্বোপরি ভোটের অধিকার চায়। আজকে সরকারের সমালোচনা করতে হয়। তারেক রহমান বলেছেন, সরকারকে সহযোগিতা করার জন্য। তাই আমরা করে যাচ্ছি।’
সমন্বয়কদের ইঙ্গিত করে স্বেচ্ছাসেবক দলের এ নেতা বলেন, ‘কথায় কথায় বলছে ’২৪–এর চেতনা ধ্বংস হয়ে গেলে অমুককে উঠিয়ে নিব। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষ ভালোভাবে নেয় না। উনারা ভুল করছেন। আমরা যখন বলছি, তখন উনারা আমাদের শত্রু মনে করছেন। মানুষের যখন ভালো সময় তখন অনেক বন্ধু তৈরি হয়।
সরকার এবং সরকারের সমর্থনে যারা আছে, তাদের এখন অনেক বন্ধু। এই সরকারে আছেন যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, তখন সহানুভূতি জানানোর জন্য তারেক রহমান ছাড়া কেউ ছিলেন না।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী ফয়সাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব মমিনুর রহমান বাবু।
গতকাল বৃহস্পতিবার রাতে আটক হন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাজমুল কবির শিশির। আজ শুক্রবার বিকেলে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকার মো. নয়ন মাস্টারের ছেলে।
১ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুর রহমান নামের এক যুবদল নেতার লাশ পেয়েছে পরিবার। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
১ ঘণ্টা আগেইতালি নেওয়া কথা বলে ফরিদপুর থেকে দুই জনকে নেওয়া হয়েছিল লিবিয়ায়। সেখানে নেওয়ার পর তাঁদের ওপর নির্যাতন করা হয়। এরপর নেওয়া হয় মুক্তিপণ। তবে এতেও মুক্তি মেলেনি। গুলি করে হত্যা করা হয়েছে ওই দুই যুবককে। ঢাকা, ফরিদপুর, লিবিয়া, গুলি, হত্যা, জেলার খবর
১ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় সাবেক সরকারসংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়েছে ৪ গুণের বেশি। আর আসামির সংখ্যা হয়েছে দ্বিগুণের বেশি। সরকার পতনের পর গত ডিসেম্বরে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় সাবেক সরকারসংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ১৭টি। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২টি।
১ ঘণ্টা আগে