গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেছেন, বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর গাজীপুর নগরবাসীকে মানুষ হিসেবে গণ্য করেননি। জাহাঙ্গীর ও তাঁর সহযোগীদের হাতে জিম্মি ছিল গাজীপুর সিটি করপোরেশন। তাঁদের অনিয়ম স্বেচ্ছাচারিতায় কোণঠাসা হয়ে পরেছিল পুরো গাজীপুর সিটি করপোরেশন।
আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম পাঁচটি কোম্পানি থেকে হোল্ডিং ট্যাক্স প্ল্যান বাবদ ২ কোটি ৬০ লাখ টাকা আদায় করেন এবং সেই টাকা কোনাবাড়ির একটি শাখা ব্যাংকে জমা রাখেন। পরবর্তীতে তিনি নিজে ও তাঁর বাড়ির কর্মচারীদের দিয়ে তিনি ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এমন ২৪টি দুর্নীতির তথ্য প্রমাণ তদন্ত কমিটির হাতে। খুব শিগগিরই বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিচারিক কার্যক্রম শুরু হবে।’
ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনকে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু এই টাকার সুষম বণ্টন সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে করা হয়নি। যেখানে ড্রেনগুলো ১০ বছর পরে তৈরি করলেও নগরী কোনো সমস্যা হতো না সেখানে সেই সকল জায়গার কাজ তিনি শুরু করেছেন। যদি সেই টাকার সুষম বণ্টন করা হতো তাহলে গাজীপুর সিটি করপোরেশন আরও দ্রুত আধুনিক নগরীতে পরিণত হতো।’
গাজীপুর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আফজাল হোসেন সরকার রিপন, প্যানেল মেয়র এড, আয়েশা আক্তার, কাউন্সিল হাজী আব্দুল কাদির মন্ডল, শাহজাহান মিয়া সাজু, কাজী আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম রফিক, খোরশেদ আলম সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান এবং গণভোজ অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেছেন, বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর গাজীপুর নগরবাসীকে মানুষ হিসেবে গণ্য করেননি। জাহাঙ্গীর ও তাঁর সহযোগীদের হাতে জিম্মি ছিল গাজীপুর সিটি করপোরেশন। তাঁদের অনিয়ম স্বেচ্ছাচারিতায় কোণঠাসা হয়ে পরেছিল পুরো গাজীপুর সিটি করপোরেশন।
আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম পাঁচটি কোম্পানি থেকে হোল্ডিং ট্যাক্স প্ল্যান বাবদ ২ কোটি ৬০ লাখ টাকা আদায় করেন এবং সেই টাকা কোনাবাড়ির একটি শাখা ব্যাংকে জমা রাখেন। পরবর্তীতে তিনি নিজে ও তাঁর বাড়ির কর্মচারীদের দিয়ে তিনি ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এমন ২৪টি দুর্নীতির তথ্য প্রমাণ তদন্ত কমিটির হাতে। খুব শিগগিরই বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিচারিক কার্যক্রম শুরু হবে।’
ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনকে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু এই টাকার সুষম বণ্টন সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে করা হয়নি। যেখানে ড্রেনগুলো ১০ বছর পরে তৈরি করলেও নগরী কোনো সমস্যা হতো না সেখানে সেই সকল জায়গার কাজ তিনি শুরু করেছেন। যদি সেই টাকার সুষম বণ্টন করা হতো তাহলে গাজীপুর সিটি করপোরেশন আরও দ্রুত আধুনিক নগরীতে পরিণত হতো।’
গাজীপুর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আফজাল হোসেন সরকার রিপন, প্যানেল মেয়র এড, আয়েশা আক্তার, কাউন্সিল হাজী আব্দুল কাদির মন্ডল, শাহজাহান মিয়া সাজু, কাজী আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম রফিক, খোরশেদ আলম সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান এবং গণভোজ অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে