Ajker Patrika

গাজীপুর সিটি করপোরেশন জাহাঙ্গীরের হাতে জিম্মি ছিল: ভারপ্রাপ্ত মেয়র

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন জাহাঙ্গীরের হাতে জিম্মি ছিল: ভারপ্রাপ্ত মেয়র

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেছেন, বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর গাজীপুর নগরবাসীকে মানুষ হিসেবে গণ্য করেননি। জাহাঙ্গীর ও তাঁর সহযোগীদের হাতে জিম্মি ছিল গাজীপুর সিটি করপোরেশন। তাঁদের অনিয়ম স্বেচ্ছাচারিতায় কোণঠাসা হয়ে পরেছিল পুরো গাজীপুর সিটি করপোরেশন। 

আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম পাঁচটি কোম্পানি থেকে হোল্ডিং ট্যাক্স প্ল্যান বাবদ ২ কোটি ৬০ লাখ টাকা আদায় করেন এবং সেই টাকা কোনাবাড়ির একটি শাখা ব্যাংকে জমা রাখেন। পরবর্তীতে তিনি নিজে ও তাঁর বাড়ির কর্মচারীদের দিয়ে তিনি ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এমন ২৪টি দুর্নীতির তথ্য প্রমাণ তদন্ত কমিটির হাতে। খুব শিগগিরই বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিচারিক কার্যক্রম শুরু হবে।’ 

ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনকে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু এই টাকার সুষম বণ্টন সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে করা হয়নি। যেখানে ড্রেনগুলো ১০ বছর পরে তৈরি করলেও নগরী কোনো সমস্যা হতো না সেখানে সেই সকল জায়গার কাজ তিনি শুরু করেছেন। যদি সেই টাকার সুষম বণ্টন করা হতো তাহলে গাজীপুর সিটি করপোরেশন আরও দ্রুত আধুনিক নগরীতে পরিণত হতো।’ 

গাজীপুর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আফজাল হোসেন সরকার রিপন, প্যানেল মেয়র এড, আয়েশা আক্তার, কাউন্সিল হাজী আব্দুল কাদির মন্ডল, শাহজাহান মিয়া সাজু, কাজী আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম রফিক, খোরশেদ আলম সরকার প্রমুখ। 

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান এবং গণভোজ অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত