মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো কেন্দ্রনির্ভর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ ছাড়া বাকি সবগুলো সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতা-কর্মীরা কাউন্সিল না করে কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে আহ্বায়ক কমিটি বাগিয়ে নিয়ে আসছেন। সেই আহ্বায়ক কমিটির নির্দিষ্ট সময় পার হয়ে বছরের পর বছর কাটিয়ে দিলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারছে না। এতে জেলার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ২০১৯ সালের ৬ মে যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজাকে আহ্বায়ক এবং আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান জনিকে যুগ্ম আহ্বায়ক করে ঢাকায় বসে কমিটি ঘোষণা করা হয়। তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ স্বাক্ষরিত একটি প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। ২৫ সদস্যের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে সব উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
সেই ৯০ দিনের আহ্বায়ক কমিটি প্রায় তিন বছর পার করলেও জেলা সম্মেলন দূরে থাক, নানা কারণে উপজেলায়ও সম্মেলন করতে পারেনি। এরপরও তাদের কমিটিকে সফল দাবি করা হচ্ছে। অন্যদিকে ৯০ দিনের আহ্বায়ক কমিটি গত তিন বছরে পূর্ণাঙ্গ না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এরপর ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সৌমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি জেলা কৃষক লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আসেন। সেখানে এসে পূর্বের কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিভিন্ন কাজে অসন্তুষ্ট হয়ে তাৎক্ষণিক উপস্থিত জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সমাপ্ত হোসেনকে আহ্বায়ক ও কৃষক লীগের সাবেক প্রচার সম্পাদক বুলবুল আহম্মেদকে সদস্যসচিব করে ৭৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে যান। তিন মাসের জন্য তাৎক্ষণিক করে দেওয়া সেই কমিটি এক বছরের বেশি সময় পার করেছে, কিন্তু মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলা ছাড়া আর কোনো কমিটি করতে পারেনি। স্থানীয় সংসদ সদস্যরা সময় না দেওয়ার কারণে উপজেলা কৃষক লীগের কমিটি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।
অন্যদিকে ২০২১ সালের ২৬ জুলাই মানিকগঞ্জ জেলায় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার এম এ সিফাত কোরাইশী সুমনকে সভাপতি এবং দৌলতপুর উপজেলার রাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকায় বসে কমিটি দেয় কেন্দ্রীয় কমিটি। জেলায় ছাত্রলীগের একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও কাউন্সিল না দিয়ে ছাত্রলীগের প্যাডে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আগামী এক মাস (জুলাই) এই কমিটির মেয়াদ রয়েছে। নেতা-কর্মীদের অভিযোগ, গত এক বছরে হরিরামপুর উপজেলার ঝিটকা কৌড়ি কলেজ এবং খাজা রহমত আলী ডিগ্রি কলেজের আহ্বায়ক কমিটি করে দেওয়া ছাড়া আর কোনো কমিটি করতে পারেনি ছাত্রলীগ। এমনকি জেলা শহরের পৌর ছাত্রলীগ ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগ কমিটির মেয়াদ দীর্ঘদিন ধরে শেষ হয়ে যাওয়ার পরও সম্মেলনের মাধ্যমে তাঁরা কমিটি করতে পারেননি। আগামী এক মাসের মধ্যে করতে পারবেন না বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।
এদিকে ২০২২ সালের ২৩ মে তিন বছরের জন্য দুই সদস্যবিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এতে আবু বক্কর সিদ্দিক খান তুষারকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে ঢাকায় বসে কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে জেলায় পূর্ণাঙ্গ কমিটি দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু দুই মাস পার হলেও কমিটি দূরে থাক, একটি সভাও করতে পারেননি স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের একাধিক সভাপতি বা সম্পাদক প্রার্থী থাকা সত্ত্বেও কোনো কাউন্সিল না দিয়ে কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় সংসদ।
অভিযোগ রয়েছে, স্বেচ্ছাসেবক লীগের হাইকমান্ড আবুল বাশারের কাছে ম্যানেজ হয়ে ঢাকায় বসে পকেট কমিটি দিয়েছেন। এই কমিটি বাতিলের দাবিতে একাধিকবার প্রতিবাদ মিছিল করেছেন পদবঞ্চিতরা।
অন্যদিকে ২০২২ সালের ১৮ জুন মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধভাবে কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে পদবঞ্চিতদের বিক্ষুব্ধ অনুসারীরা সম্মেলনে আসা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ আগত নেত্রীদের সার্কিট হাউসে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
মহিলা আওয়ামী লীগের নেত্রীদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সিঙ্গাইর উপজেলার বাসিন্দা আনোয়ারা খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আনোয়ারা খাতুন সিঙ্গাইর উপজেলার মূল আওয়ামী লীগের সহসভাপতি হলেও তিনি জেলা মহিলা আওয়ামী লীগ এমনকি সিঙ্গাইর উপজেলা মহিলা আওয়ামী লীগের কোনো সদস্য না হয়ে স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে কেন্দ্রীয় কমিটিকে ম্যানেজ করে অবৈধভাবে কমিটি বাগিয়ে নিয়েছেন। এ নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে।
সর্বশেষ, ২০২২ সালে ২২ জুন মানিকগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক জেলা যুবলীগের নেত্রী রোমেজা আক্তার খান মাহিনকে আহ্বায়ক ও সালেহা জাহানকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঢাকায় বসে ঘোষণা দিয়েছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আকতার জেলায় কাউন্সিল না করে ঢাকায় বসে কমিটি ঘোষণা দেওয়ায় জেলা যুব মহিলা লীগের অনেক নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, এই কমিটির আহ্বায়ক মাহিন খান পরিচয় গোপন করে ঢাকায় থাকা তাঁর দুই মেয়েকে সদস্য বানিয়েছেন। এতে করে মূলধারার যুব মহিলা লীগের নারী নেত্রীরা বাদ পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের সিনিয়র এক নেতা বলেন, ‘তৃণমূলে খবর না নিয়ে এবং জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা না করে ঢাকায় বসে নিজস্ব প্যাডে দুজনের নাম বসিয়ে কমিটি দিয়ে বিরোধ সৃষ্টি করছে সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলো। সংসদ সদস্যদের অনুরোধে তাঁদের পছন্দের মানুষদের দিয়ে কমিটি দেওয়ায় মাঠের অনেক নেতা-কর্মী হারিয়ে যাচ্ছেন। এতে জাতীয় নির্বাচনসহ আন্দোলন-সংগ্রামে প্রভাব পড়তে পারে। এ কারণে কমিটি ঘোষণা হওয়ার আগে অবশ্যই জেলার নেতাদের সঙ্গে কথা বলে সম্মেলনের মাধ্যমে করতে পারলে একদিকে যেমন দলের জন্য মঙ্গল হবে, অন্যদিকে নেতা-কর্মীদের মধ্যে অভিযোগ-ক্ষোভ ও হতাশা থাকবে না।’
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগসহ তার সহযোগী যেকোনো কমিটিই কাউন্সিলের মাধ্যমে গঠিত হলে তা শক্তিশালী হবে এটাই স্বাভাবিক। ঢাকায় বসে কমিটি ঘোষণাটা দলের জন্য শুভলক্ষণ হবে না। তবে এটাও সত্য, কেন্দ্রীয় কমিটি ঢাকায় বসে যাদের নাম ঘোষণা করে কমিটি দিচ্ছে, তারা তাদের সম্পর্কে সব জেনে, খোঁজ-খবর নিয়েই ঘোষণা দিচ্ছে।
এদিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ তিন বছর আগে শেষ হয়েছে। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেছেন, যত দ্রুত সম্ভব সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির প্রয়োজন। জেলা আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে ভোটার এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে যোগ্যদের দিয়ে কমিটি হলে জেলা রাজনীতির জন্য ভালো হবে।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো কেন্দ্রনির্ভর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ ছাড়া বাকি সবগুলো সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতা-কর্মীরা কাউন্সিল না করে কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে আহ্বায়ক কমিটি বাগিয়ে নিয়ে আসছেন। সেই আহ্বায়ক কমিটির নির্দিষ্ট সময় পার হয়ে বছরের পর বছর কাটিয়ে দিলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারছে না। এতে জেলার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ২০১৯ সালের ৬ মে যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজাকে আহ্বায়ক এবং আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান জনিকে যুগ্ম আহ্বায়ক করে ঢাকায় বসে কমিটি ঘোষণা করা হয়। তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ স্বাক্ষরিত একটি প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। ২৫ সদস্যের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে সব উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
সেই ৯০ দিনের আহ্বায়ক কমিটি প্রায় তিন বছর পার করলেও জেলা সম্মেলন দূরে থাক, নানা কারণে উপজেলায়ও সম্মেলন করতে পারেনি। এরপরও তাদের কমিটিকে সফল দাবি করা হচ্ছে। অন্যদিকে ৯০ দিনের আহ্বায়ক কমিটি গত তিন বছরে পূর্ণাঙ্গ না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এরপর ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সৌমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি জেলা কৃষক লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আসেন। সেখানে এসে পূর্বের কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিভিন্ন কাজে অসন্তুষ্ট হয়ে তাৎক্ষণিক উপস্থিত জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সমাপ্ত হোসেনকে আহ্বায়ক ও কৃষক লীগের সাবেক প্রচার সম্পাদক বুলবুল আহম্মেদকে সদস্যসচিব করে ৭৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে যান। তিন মাসের জন্য তাৎক্ষণিক করে দেওয়া সেই কমিটি এক বছরের বেশি সময় পার করেছে, কিন্তু মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলা ছাড়া আর কোনো কমিটি করতে পারেনি। স্থানীয় সংসদ সদস্যরা সময় না দেওয়ার কারণে উপজেলা কৃষক লীগের কমিটি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।
অন্যদিকে ২০২১ সালের ২৬ জুলাই মানিকগঞ্জ জেলায় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার এম এ সিফাত কোরাইশী সুমনকে সভাপতি এবং দৌলতপুর উপজেলার রাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাকায় বসে কমিটি দেয় কেন্দ্রীয় কমিটি। জেলায় ছাত্রলীগের একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও কাউন্সিল না দিয়ে ছাত্রলীগের প্যাডে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আগামী এক মাস (জুলাই) এই কমিটির মেয়াদ রয়েছে। নেতা-কর্মীদের অভিযোগ, গত এক বছরে হরিরামপুর উপজেলার ঝিটকা কৌড়ি কলেজ এবং খাজা রহমত আলী ডিগ্রি কলেজের আহ্বায়ক কমিটি করে দেওয়া ছাড়া আর কোনো কমিটি করতে পারেনি ছাত্রলীগ। এমনকি জেলা শহরের পৌর ছাত্রলীগ ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগ কমিটির মেয়াদ দীর্ঘদিন ধরে শেষ হয়ে যাওয়ার পরও সম্মেলনের মাধ্যমে তাঁরা কমিটি করতে পারেননি। আগামী এক মাসের মধ্যে করতে পারবেন না বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।
এদিকে ২০২২ সালের ২৩ মে তিন বছরের জন্য দুই সদস্যবিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এতে আবু বক্কর সিদ্দিক খান তুষারকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে ঢাকায় বসে কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে জেলায় পূর্ণাঙ্গ কমিটি দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু দুই মাস পার হলেও কমিটি দূরে থাক, একটি সভাও করতে পারেননি স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের একাধিক সভাপতি বা সম্পাদক প্রার্থী থাকা সত্ত্বেও কোনো কাউন্সিল না দিয়ে কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় সংসদ।
অভিযোগ রয়েছে, স্বেচ্ছাসেবক লীগের হাইকমান্ড আবুল বাশারের কাছে ম্যানেজ হয়ে ঢাকায় বসে পকেট কমিটি দিয়েছেন। এই কমিটি বাতিলের দাবিতে একাধিকবার প্রতিবাদ মিছিল করেছেন পদবঞ্চিতরা।
অন্যদিকে ২০২২ সালের ১৮ জুন মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধভাবে কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে পদবঞ্চিতদের বিক্ষুব্ধ অনুসারীরা সম্মেলনে আসা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ আগত নেত্রীদের সার্কিট হাউসে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
মহিলা আওয়ামী লীগের নেত্রীদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সিঙ্গাইর উপজেলার বাসিন্দা আনোয়ারা খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আনোয়ারা খাতুন সিঙ্গাইর উপজেলার মূল আওয়ামী লীগের সহসভাপতি হলেও তিনি জেলা মহিলা আওয়ামী লীগ এমনকি সিঙ্গাইর উপজেলা মহিলা আওয়ামী লীগের কোনো সদস্য না হয়ে স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে কেন্দ্রীয় কমিটিকে ম্যানেজ করে অবৈধভাবে কমিটি বাগিয়ে নিয়েছেন। এ নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে।
সর্বশেষ, ২০২২ সালে ২২ জুন মানিকগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক জেলা যুবলীগের নেত্রী রোমেজা আক্তার খান মাহিনকে আহ্বায়ক ও সালেহা জাহানকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঢাকায় বসে ঘোষণা দিয়েছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আকতার জেলায় কাউন্সিল না করে ঢাকায় বসে কমিটি ঘোষণা দেওয়ায় জেলা যুব মহিলা লীগের অনেক নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, এই কমিটির আহ্বায়ক মাহিন খান পরিচয় গোপন করে ঢাকায় থাকা তাঁর দুই মেয়েকে সদস্য বানিয়েছেন। এতে করে মূলধারার যুব মহিলা লীগের নারী নেত্রীরা বাদ পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের সিনিয়র এক নেতা বলেন, ‘তৃণমূলে খবর না নিয়ে এবং জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা না করে ঢাকায় বসে নিজস্ব প্যাডে দুজনের নাম বসিয়ে কমিটি দিয়ে বিরোধ সৃষ্টি করছে সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলো। সংসদ সদস্যদের অনুরোধে তাঁদের পছন্দের মানুষদের দিয়ে কমিটি দেওয়ায় মাঠের অনেক নেতা-কর্মী হারিয়ে যাচ্ছেন। এতে জাতীয় নির্বাচনসহ আন্দোলন-সংগ্রামে প্রভাব পড়তে পারে। এ কারণে কমিটি ঘোষণা হওয়ার আগে অবশ্যই জেলার নেতাদের সঙ্গে কথা বলে সম্মেলনের মাধ্যমে করতে পারলে একদিকে যেমন দলের জন্য মঙ্গল হবে, অন্যদিকে নেতা-কর্মীদের মধ্যে অভিযোগ-ক্ষোভ ও হতাশা থাকবে না।’
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগসহ তার সহযোগী যেকোনো কমিটিই কাউন্সিলের মাধ্যমে গঠিত হলে তা শক্তিশালী হবে এটাই স্বাভাবিক। ঢাকায় বসে কমিটি ঘোষণাটা দলের জন্য শুভলক্ষণ হবে না। তবে এটাও সত্য, কেন্দ্রীয় কমিটি ঢাকায় বসে যাদের নাম ঘোষণা করে কমিটি দিচ্ছে, তারা তাদের সম্পর্কে সব জেনে, খোঁজ-খবর নিয়েই ঘোষণা দিচ্ছে।
এদিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ তিন বছর আগে শেষ হয়েছে। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেছেন, যত দ্রুত সম্ভব সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির প্রয়োজন। জেলা আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে ভোটার এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে যোগ্যদের দিয়ে কমিটি হলে জেলা রাজনীতির জন্য ভালো হবে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
৩০ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
৩৭ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ ঘণ্টা আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে