Ajker Patrika

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মায়ের ইন্তেকাল

প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২১, ১৫: ৩৮
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মায়ের ইন্তেকাল

সাটুরিয়া (মানিকগঞ্জ): স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির মা ফৌজিয়া মালেক (৮৪) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার এ এম জেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তাঁর প্রথম জানাজা নামাজ গতকাল রাত ৯টায় রাজধানীর বারিধারা বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা আজ সকাল ৯টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজে এবং সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে পরে সুস্থও হয়েছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতা ছিল। বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছুদিন ধরে অ্যাজমার সমস্যাও বেড়েছিল।

জানাজা শেষে তার স্বামী কর্নেল মালেকের কবরের পাশেই তাকে দাফন করা হবে। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত