Ajker Patrika

‘যেসব বাড়ির লাইনে কলাগাছ দিয়েছি, তারা পাগল হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭: ১০
‘যেসব বাড়ির লাইনে কলাগাছ দিয়েছি, তারা পাগল হয়ে গেছে’

রাজধানী যেসব বাড়ির সুয়ারেজ লাইনে কলাগাছ ঢোকানো হয়েছে, সেসব বাড়ির মালিকেরা পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যে কয়েকটা বাড়ির সুয়ারেজ লাইনে কলাগাছ ঢুকিয়েছি, তারা এখন পাগল হয়ে গেছে।’

আজ বুধবার পয়োবর্জ্যের লাইন ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান পরিচালনার সময় ডিএনসিসি মেয়র এসব কথা জানান। অভিযানের অংশ হিসেবে গুলশান ২-এর একটি বাসার সুয়ারেজ পাইপলাইনে কলাগাছ ঢুকিয়ে কার্যক্রম শুরু হয়।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী-বারিধারা ও নিকেতনের প্রায় ৮৫ শতাংশ বাড়ির পয়োবর্জ্য সরাসরি লেকে পড়ছে বলে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘অভিজাত চারটি এলাকার ৩ হাজার ৮৩০টি বাড়িতে আমরা জরিপ করেছি। এই বাড়িগুলোর মধ্যে ৩ হাজার ২৬৫টি বাড়ির পয়োবর্জ্য সরাসরি পড়ছে লেকে অথবা ড্রেনে।’ 

অভিযান পরিচালনার আগে অনেক সময় দেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বারিধারায় ৫৫০টি বাড়ির মধ্যে ৫ বাড়িতে সঠিক স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। লেকে মাছ চাষ করা যাচ্ছে না। গুলশান সোসাইটির নবনির্বাচিত কমিটি আমার কাছে এসেছে, তারা সময় চেয়েছে তিন মাস। আমি তাদের ছয় মাস সময় দিয়েছি।’

ওয়াসা বিল নিচ্ছে, সেবা দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ওয়াসাকে বলছি, আপনারা যাচাই করুন, যে বিল নিচ্ছেন সেবা দিচ্ছেন তো? জরিপের ফলাফল আমি অফিশিয়ালি ওয়াসাকে জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত