Ajker Patrika

পাংশায় প্রণোদনার বীজে ক্ষতিগ্রস্ত কৃষক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৭
প্রণোদনার পেঁয়াজ বীজে চারা গজায়নি। ছবি: আজকের পত্রিকা
প্রণোদনার পেঁয়াজ বীজে চারা গজায়নি। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশায় প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার দুই শতাধিক কৃষক। তাতে এ বছর পেঁয়াজ চাষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। উপজেলা কৃষি বিভাগ বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার প্রান্তিক কৃষককে উন্নত জাতের প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি নভেম্বরে সরকারিভাবে বিনা মূল্যে এক কেজি করে পেঁয়াজ বীজ দেওয়া হয়। এই বীজ বপন, সেচ, সার, কীটনাশক ও জমি প্রস্তুত বাবদ প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বীজ থেকে চারা গজায়নি। এখন নতুন করে বীজ বপন করারও সময় নেই। সব মিলিয়ে প্রণোদনার পেঁয়াজ বীজে কৃষককে এ বছর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

প্রণোদনার পেঁয়াজ বীজে চারা গজায়নি। ছবি: আজকের পত্রিকা
প্রণোদনার পেঁয়াজ বীজে চারা গজায়নি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, এ বছর উপজেলার ১ হাজার প্রান্তিক কৃষককে উন্নত জাতের (বারি-১, বারি-৪ ও তাহেরপুর) প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে বারি-৪ জাতের পেঁয়াজ বীজ পেয়েছে ২৫০ জন কৃষক। মূলত তাঁদের বীজগুলো না গজানোর অভিযোগ উঠেছে।

রতন কুমার ঘোষ আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত