Ajker Patrika

‘দেশের অনেক শিশু-কিশোর সংগঠন হারিয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২৩, ১৬: ৪৭
‘দেশের অনেক শিশু-কিশোর সংগঠন হারিয়ে গেছে’

চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেছেন, ‘দেশের অনেক শিশু-কিশোর সংগঠন হারিয়ে গেছে। অনেক শিশু-কিশোর সংগঠনের কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে। আজকে কয়জন মা-বাবা তাঁদের সন্তানদের নাচ-গান শেখাচ্ছেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে সন্তানকে যুক্ত করাচ্ছেন। আজকে খেলার মাঠ নেই—এ বিষয়গুলো আমাদের নতুনভাবে ভাবতে হবে।’ 

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন চাঁদের হাটের ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

চাঁদের হাট প্রসঙ্গে তিনি বলেন, ‘চাঁদের হাট একটি আবেগের নাম, একটি বন্ধনের নাম। যা শিল্পে, সাহিত্যে ও সংস্কৃতিতে একটি নেতৃত্ব তৈরি করেছে।’ 

প্রীতি সম্মিলনী কমিটির আহ্বায়ক জামিউর রহমান লেমন সংগঠনের বেশ কয়েকটি পরিকল্পনা তুলে ধরে বলেন, সামনে দেশব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি জাতীয় ও প্রতিনিধি সম্মেলন, টিভি চ্যানেলের মাধ্যমে সেরা চাঁদমণি ২০২৪-এর আয়োজন, শিশু পাচার ও শিশুশ্রম বন্ধ, চাঁদের হাট পদক প্রদানের কর্মসূচি নেওয়া হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম চেয়ারম্যান জাকারিয়া পিন্টু, ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহীয়া সোহেলসহ সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত