Ajker Patrika

পাটমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন উপজেলা আ.লীগের নেতা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২১: ০৭
পাটমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন উপজেলা আ.লীগের নেতা 

দলীয় মনোনয়ন না পেয়ে নারায়ণগঞ্জ–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। আজ মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে গতকাল সোমবার স্থানীয় সরকার বরাবর চিঠি দিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি।

একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ আটজন। তবে, আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন একজনই। 

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সাল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর শাহজাহান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দল থেকে মনোনয়ন না দিলেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হতে বাধানিষেধ দেননি। সেই অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি।’ 

এর আগে উপজেলা আওয়ামী লীগের নেতা শাহজাহান ভূঁইয়া বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বিপরীতে অবস্থান নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। অতীতে গাজী বলয়ের সঙ্গে মিলে রাজনীতি করলেও নির্বাচনী বছরে পাল্টে যায় তাঁর গতিপথ। আলাদা বলয় গড়ে তোলেন উপজেলার রাজনীতিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত