Ajker Patrika

কিশোরগঞ্জে পোড়ানো হলো ৩২০০ মিটার নিষিদ্ধ জাল 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ০৩
কিশোরগঞ্জে পোড়ানো হলো ৩২০০ মিটার নিষিদ্ধ জাল 

কিশোরগঞ্জের হাওরে ৩ হাজার ২০০ মিটার নিষিদ্ধ জাল আগুনে পোড়ানো হয়েছে। গতকাল রোববার বিকেলে ইটনা সদর হাওরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে এই জাল জব্দ করে। 

অভিযানে হাওর থেকে ৩ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের ৮৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। সন্ধ্যায় প্রকাশ্যে সেই সব জাল আগুনে পোড়ানো হয়। এই জালের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ সময় কোনো জেলেকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। 

উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস বলেন, হাওর অঞ্চলে প্রজনন মৌসুমে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যবিষয়ক আইন বাস্তবায়নের জন্য এই অভিযান চালানো হয়েছে। 

অভিযানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আজমাইন আবরার, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. কামাল, ইটনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত