Ajker Patrika

গ্যাসলাইন বিস্ফোরণে জবি শিক্ষার্থীর মৃত্যু: ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্যাসলাইন বিস্ফোরণে জবি শিক্ষার্থীর মৃত্যু: ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। শাওনের বাবা আব্দুল লতিফের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রুল জারি করেন।

ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওই বিস্ফোরণের ঘটনায় কাদের অবহেলা রয়েছে তা অনুসন্ধান করে ঢাকার জেলা প্রশাসককে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বিস্ফোরণের পর ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয়েছে। দুটি প্রতিবেদনই ৬০ দিনের মধ্যে দিতে হবে। 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

গত ১ মে রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজার এলাকায় রাস্তার গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ নয়জন দগ্ধ হন। পরে ৬ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত