Ajker Patrika

টাঙ্গাইলে ভিন্ন সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবসহ দুজনকে অব্যাহতি

টাঙ্গাইল প্রতিনিধি 
শেখ মো. মুসা ও শামছুল আলম। ছবি: সংগৃহীত
শেখ মো. মুসা ও শামছুল আলম। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের একটি কেন্দ্রে ভিন্ন সেটের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে পরীক্ষায় পাস করা নিয়ে ২৮১ জন পরীক্ষার্থী দুশ্চিন্তায় পড়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রটির ট্যাগ অফিসার ও সহকারী কেন্দ্রসচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার শহীদ জাহাঙ্গীর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষায় বোর্ড থেকে পাঠানো ১ নম্বর সেটের প্রশ্নপত্রের বিপরীতে ৩ নম্বর সেট প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হয়। তবে জেলার বাকি কেন্দ্রগুলোতে ১ নম্বর সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষায় শহীদ জাহাঙ্গীর উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি ভেন্যুতে অগ্রণী উচ্চবিদ্যালয়, শাহরিয়ার হাসান উচ্চবিদ্যালয়, চৌধুরী মালঞ্চ উচ্চবিদ্যালয় ও মিন্টু মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ২৮১ জন পরীক্ষার্থী অংশ নেয়। মঙ্গলবার যথা সময়ে ইংরেজি প্রথমপত্র বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানতে পারে, তারা ভিন্ন সেটে পরীক্ষা দিয়েছে। এতে পরীক্ষায় পাস নিয়ে তাদের মধ্যে হতাশা দেখা দেয়। পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের পরীক্ষার খাতা বোর্ডের মাধ্যমে সঠিকভাবে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়।

এ ঘটনায় শহীদ জাহাঙ্গীর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা এবং সহকারী কেন্দ্র সচিব ও শহীদ জাহাঙ্গীর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শামছুল আলম বলেন, কেন্দ্রে ১ নম্বর সেট প্রশ্নের পরিবর্তে ভুলক্রমে গত ১০ এপ্রিল মোবাইল ফোনে আসা খুদেবার্তা দেখে ৩ নম্বর সেটের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তাদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

ট্যাগ অফিসার শেখ মো. মুসা বলেন, পরীক্ষার আগে বোর্ড থেকে আসা খুদেবার্তা না মেলানোর কারণে এমন ভুল হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, প্রশ্নপত্রের সেটের খুদেবার্তা না দেখেই পরীক্ষা নেওয়া হয়েছে। এটা দায়িত্বে অবহেলা। বিষয়টি জানার পরই বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসব উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় ট্যাগ অফিসার এবং সহকারী কেন্দ্র সচিবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত