ঢাবি সংবাদদাতা
চার দফা দাবিতে আন্দোলনরত অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ঢাকা ছাড়বেন না। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার পরও যদি দাবি পূরণ করা না হয়, তবে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ রোববার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদউল্লাহ মনসুর এ ঘোষণা দেন।
আন্দোলনকারীদের দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হলেও শিক্ষার্থীরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন।
আহমদউল্লাহ মনসুর বলেন, ‘আমাদের আলোচনা স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হওয়ার কথা থাকলেও সচিবদের সঙ্গে হয়েছে। তাঁরা কেবল শূন্য পদে নিয়োগ দেওয়ার বিষয়ে তিন দিনের মধ্যে আশ্বাস দিয়েছেন। কিন্তু বাকি তিনটি দাবির বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেননি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তিদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, ‘আমাদের সব দাবি নিয়ে মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি। ৪ ঘণ্টার আলোচনা হলেও কোনো কার্যকর সমাধান আসেনি।’
হাসিবুল ইসলাম আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান নেব। এর মধ্যে দাবি পূরণের স্পষ্ট প্রজ্ঞাপন না এলে শিক্ষার্থীদের নিয়ে আমরণ অনশন শুরু করব।’
বিকেল ৪টা ৪৫ মিনিটে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করলে পুলিশের লাঠিপেটায় শিক্ষার্থীসহ এক সাংবাদিক আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মেহরাব (২০), এরশাদুল হক (৩০), জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), মোহাম্মদ রাসেল (২৩), শিহাব (২০), আরাফাত (২১), নাঈম (২৫), সায়েম (২০), জাহিদ হাসান (২১), আনোয়ারুল ইসলাম শিমুল (২৮) ও ব্রেকিং নিউজ নামে একটি অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন, আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি
দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ দেওয়া এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।
চার বছরের একাডেমিক কোর্স বহাল রাখা ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা।
অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
চার দফা দাবিতে আন্দোলনরত অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ঢাকা ছাড়বেন না। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার পরও যদি দাবি পূরণ করা না হয়, তবে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ রোববার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদউল্লাহ মনসুর এ ঘোষণা দেন।
আন্দোলনকারীদের দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হলেও শিক্ষার্থীরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন।
আহমদউল্লাহ মনসুর বলেন, ‘আমাদের আলোচনা স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হওয়ার কথা থাকলেও সচিবদের সঙ্গে হয়েছে। তাঁরা কেবল শূন্য পদে নিয়োগ দেওয়ার বিষয়ে তিন দিনের মধ্যে আশ্বাস দিয়েছেন। কিন্তু বাকি তিনটি দাবির বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেননি।’
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তিদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, ‘আমাদের সব দাবি নিয়ে মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি। ৪ ঘণ্টার আলোচনা হলেও কোনো কার্যকর সমাধান আসেনি।’
হাসিবুল ইসলাম আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান নেব। এর মধ্যে দাবি পূরণের স্পষ্ট প্রজ্ঞাপন না এলে শিক্ষার্থীদের নিয়ে আমরণ অনশন শুরু করব।’
বিকেল ৪টা ৪৫ মিনিটে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করলে পুলিশের লাঠিপেটায় শিক্ষার্থীসহ এক সাংবাদিক আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মেহরাব (২০), এরশাদুল হক (৩০), জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), মোহাম্মদ রাসেল (২৩), শিহাব (২০), আরাফাত (২১), নাঈম (২৫), সায়েম (২০), জাহিদ হাসান (২১), আনোয়ারুল ইসলাম শিমুল (২৮) ও ব্রেকিং নিউজ নামে একটি অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন, আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি
দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ দেওয়া এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।
চার বছরের একাডেমিক কোর্স বহাল রাখা ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা।
অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
৩ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
১০ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে পার্সিয়ান প্রজাতির সেই পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন মালিক মো. সানাউল্লাহ। আজ রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়ালছানাগ
১৫ মিনিট আগে