Ajker Patrika

ফরিদপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি
মন্দিরে কালীমূর্তির হাতের ভাঙা অংশ। ছবি: আজকের পত্রিকা
মন্দিরে কালীমূর্তির হাতের ভাঙা অংশ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর সদরে একটি সর্বজনীন মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সর্বজনীন শ্রী শ্রী কালী ও দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে দেখা যায়, মন্দিরের কালীমূর্তির ডান হাতের কবজি, বাঘের মাথার চুলসহ চারটি দাঁত, শিবের গলায় পেঁচানো সাপের লেজ, যোগিনীর বাম হাতের অংশ, ডাকিনির দুটি দাঁতসহ কিছু অংশ ভেঙে ফেলেছে। মন্দিরের সামনের দিকটি খোলা। সেখানে কোনো ফটক কিংবা গ্রিল কিংবা আচ্ছাদনের ব্যবস্থা নেই। মন্দিরটি অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। মন্দিরটি অন্তত ৫০-৬০ বছরের পুরোনো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কে বাবা কারা প্রতিমা ভাঙচুর করেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি মন্দির কমিটির সভাপতিসহ আশপাশের বাসিন্দারা।

মন্দিরের সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, গতকাল সন্ধ্যাবাতি দিয়ে রাত ১০টার দিকে পূজারি বাড়িতে চলে যান। আজ সকাল ৬টার দিকে ওই এলাকার বাসিন্দা ভজন শীল মন্দির প্রাঙ্গণে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, প্রতিমাগুলো আবার গড়ে দেওয়ার জন্য প্রতিমা নির্মাণশিল্পীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ খরচ বহন করবে জেলা পুলিশ। তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

মহড়া দিয়ে রাকসু দখলের স্বপ্ন না দেখার পরামর্শ ছাত্রদল নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত