Ajker Patrika

মাদারীপুরে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুর জেলা হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে পৃথক স্থান থেকে এক দিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদারীপুরের রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার এলাজদ্দিন বেপারীর ছেলে বাবুর্চি মো. ইমরান বেপারী (৫৮) ও রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম রাজৈর এলাকার আমজেদ আকনের ছেলে ভ্যানচালক আকাশ আকন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আকাশ। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে রাজৈর থানার পুলিশকে অবগত করা হয়।

পরের দিন বৃহস্পতিবার রাজৈরের নয়ানগর মাছকান্দি এলাকার সড়কের পাশে ভ্যানচালকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

অপর দিকে বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বাবুর্চি ইমরান বেপারী। রাতে তিনি বাড়িতে ফিরে আসেননি। পরদিন বৃহস্পতিবার স্থানীয় লোকজন সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় রাস্তায় পাশে ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাই করে আকাশ আকনকে শ্বাসরোধ হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। অপর দিকে বাবুর্চি ইমরান বেপারী নিহতের কারণ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এই দুই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত