Ajker Patrika

পিকআপে করে নেওয়া হচ্ছিল বিদেশি মদ, তিনজন আটক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 
জব্দ করা ভারতীয় মদসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
জব্দ করা ভারতীয় মদসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পিকআপ ভ্যানে করে পাচার করা হচ্ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ। পথে পুলিশ তল্লাশি (চেকপোস্টে) চালিয়ে ওই পিকআপ থেকে ১৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজের পূর্ব পাশের সড়ক থেকে এসব মাদক জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর এলাকার মো. বেলাল (৩৩), ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে জয়পল (১৬) ও গাজীপুরের জয়দেবপুরের উত্তর বিলাসপুর এলাকার আবু সাঈদের ছেলে মো. তৈয়ব আলী (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজের পূর্ব পাশের সড়কে তল্লাশি চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ওই সড়কে আসা যানবাহন পুলিশের সদস্যরা তল্লাশি করতে থাকেন। একপর্যায়ে একটি পিকআপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের।

পরে তল্লাশি চালিয়ে ওই পিকআপ থেকে ১৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় চালকসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহন করা পিকআপ ভ্যান জব্দ করা হয়।

ধোবাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মাদকসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা মাদকের দাম প্রায় ৬ লাখ টাকা। জানতে চাইলে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। রাতে তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত