Ajker Patrika

বঙ্গবন্ধু সেতুতে একদিনে মোটরসাইকেল পারাপারে রেকর্ড, ৩ কোটি ছাড়িয়েছে টোল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতুতে একদিনে মোটরসাইকেল পারাপারে রেকর্ড, ৩ কোটি ছাড়িয়েছে টোল

বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেল পারাপারের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা) সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে টোলপ্লাজা দিয়ে প্রায় ৮ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে। 

আজ শনিবার দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন যানবাহনের পাশাপাশি বহু মানুষ মোটরসাইকেলে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সর্বোচ্চ সংখ্যাক মোটরসাইকেল পারাপার হয়েছে। দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৭ হাজার ৯৫৯টি মোটরসাইকেল পার হয়েছে। যেখানে গতকাল শুক্রবার একই সময়ের মধ্যে এ সংখ্যা হাজারের কিছু বেশি।

এ ছাড়া একই সময়ে মালবাহী ও গণপরিবহনসহ ৪২ হাজার ১৯৯টি যানবাহন সেতু পারপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। 

চাপ সামলাতে মোটরসাইকেলের জন্য আলাদা টোল বুথ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঈদে মহাসড়কে যানজট নিরসন ও নিরবচ্ছিন্নভাবে সেতুতে টোল আদায়ের জন্য ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী মোটরসাইকেলগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে সেতুর স্টক ইয়ার্ডের সড়কে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মোটরসাইকেলগুলো স্টক ইয়ার্ডের সড়ক দিয়ে গিয়ে সেতুর টোলপ্লাজার দক্ষিণপাশে অস্থায়ী দুটি টোলবুথ স্থাপন করা হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীরা অল্প সময়ে টোল দিয়ে সেতু পার হতে পারছেন। 

মোটরসাইকেল দিয়ে পরিবার নিয়ে কুষ্টিয়ার দিকে রওনা হওয়া ফরহাদ হোসেন বলেন, ‘মোটরসাইকেল যোগে খুব সহজে গন্তব্যে পৌঁছা যায়। মোটরসাইকেলে ভ্রমণে আমি খুব উপভোগ করি।’ 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ‘সেতুর টোলের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। মানুষজন মোটরসাইকেল যোগে বেশি যাচ্ছে। এ কারণে সেতুর পাশেই মোটরসাইকেলের জন্য দুটি অস্থায়ী টোলবুথ চালু করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত