ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেল পারাপারের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা) সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে টোলপ্লাজা দিয়ে প্রায় ৮ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন যানবাহনের পাশাপাশি বহু মানুষ মোটরসাইকেলে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সর্বোচ্চ সংখ্যাক মোটরসাইকেল পারাপার হয়েছে। দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৭ হাজার ৯৫৯টি মোটরসাইকেল পার হয়েছে। যেখানে গতকাল শুক্রবার একই সময়ের মধ্যে এ সংখ্যা হাজারের কিছু বেশি।
এ ছাড়া একই সময়ে মালবাহী ও গণপরিবহনসহ ৪২ হাজার ১৯৯টি যানবাহন সেতু পারপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।
সরেজমিনে দেখা গেছে, ঈদে মহাসড়কে যানজট নিরসন ও নিরবচ্ছিন্নভাবে সেতুতে টোল আদায়ের জন্য ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী মোটরসাইকেলগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে সেতুর স্টক ইয়ার্ডের সড়কে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মোটরসাইকেলগুলো স্টক ইয়ার্ডের সড়ক দিয়ে গিয়ে সেতুর টোলপ্লাজার দক্ষিণপাশে অস্থায়ী দুটি টোলবুথ স্থাপন করা হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীরা অল্প সময়ে টোল দিয়ে সেতু পার হতে পারছেন।
মোটরসাইকেল দিয়ে পরিবার নিয়ে কুষ্টিয়ার দিকে রওনা হওয়া ফরহাদ হোসেন বলেন, ‘মোটরসাইকেল যোগে খুব সহজে গন্তব্যে পৌঁছা যায়। মোটরসাইকেলে ভ্রমণে আমি খুব উপভোগ করি।’
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ‘সেতুর টোলের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। মানুষজন মোটরসাইকেল যোগে বেশি যাচ্ছে। এ কারণে সেতুর পাশেই মোটরসাইকেলের জন্য দুটি অস্থায়ী টোলবুথ চালু করা হয়েছে।’
বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেল পারাপারের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা) সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে টোলপ্লাজা দিয়ে প্রায় ৮ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন যানবাহনের পাশাপাশি বহু মানুষ মোটরসাইকেলে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সর্বোচ্চ সংখ্যাক মোটরসাইকেল পারাপার হয়েছে। দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৭ হাজার ৯৫৯টি মোটরসাইকেল পার হয়েছে। যেখানে গতকাল শুক্রবার একই সময়ের মধ্যে এ সংখ্যা হাজারের কিছু বেশি।
এ ছাড়া একই সময়ে মালবাহী ও গণপরিবহনসহ ৪২ হাজার ১৯৯টি যানবাহন সেতু পারপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।
সরেজমিনে দেখা গেছে, ঈদে মহাসড়কে যানজট নিরসন ও নিরবচ্ছিন্নভাবে সেতুতে টোল আদায়ের জন্য ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী মোটরসাইকেলগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে সেতুর স্টক ইয়ার্ডের সড়কে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মোটরসাইকেলগুলো স্টক ইয়ার্ডের সড়ক দিয়ে গিয়ে সেতুর টোলপ্লাজার দক্ষিণপাশে অস্থায়ী দুটি টোলবুথ স্থাপন করা হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীরা অল্প সময়ে টোল দিয়ে সেতু পার হতে পারছেন।
মোটরসাইকেল দিয়ে পরিবার নিয়ে কুষ্টিয়ার দিকে রওনা হওয়া ফরহাদ হোসেন বলেন, ‘মোটরসাইকেল যোগে খুব সহজে গন্তব্যে পৌঁছা যায়। মোটরসাইকেলে ভ্রমণে আমি খুব উপভোগ করি।’
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ‘সেতুর টোলের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। মানুষজন মোটরসাইকেল যোগে বেশি যাচ্ছে। এ কারণে সেতুর পাশেই মোটরসাইকেলের জন্য দুটি অস্থায়ী টোলবুথ চালু করা হয়েছে।’
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
২৪ মিনিট আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
৩৬ মিনিট আগেস্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
৩৯ মিনিট আগেঘটনার পাঁচ দিন পর গত বুধবার (৬ আগস্ট) বিকেলে ইনানী সৈকত থেকে সজিবের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
৪৩ মিনিট আগে