Ajker Patrika

টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার ডাকাত দলের ৩ সদস্য

টাঙ্গাইল প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলে লুণ্ঠিত মালামালসহ আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুরের পুরান বাজার এলাকার সাইফুল ইসলাম (৩৫), জামালপুরের পোড়াভিটা গ্রামের ফরহাদ হোসেন ওরফে ফারুক (৩৩) এবং ময়মনসিংহের বালিয়া গ্রামের সুমন মিয়া (২৭)। 

এ সময় লুষ্ঠিত ৩ হাজার ৯১৩ কেজি অ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তারসহ কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। 

গত মঙ্গলবার ও গতকাল বুধবার গাজীপুর জেলার বাইমাইল এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানায়, গত ১২ ডিসেম্বর মধ্যে রাতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটিতে ভারতীয় মালিকানাধীন কোম্পানির একটি ওয়ার হাউসে ১২শ মিটার বৈদ্যুতিক তার, মোবাইল ও সিসি ক্যামেরা ডাকাতি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়। তারপর থেকেই শুরু হয় গ্রেপ্তার ও মালামাল উদ্ধার অভিযান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত