Ajker Patrika

ঝড়-বৃষ্টির মধ্যে নির্জন রাস্তায় বসে ছিল দেড় বছরের শিশু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৫, ২১: ৩৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে আনুমানিক দেড় বছর বয়সী একটি শিশুকে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবারের সদস্যদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিবচর থানা-পুলিশ।

গতকাল শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যাদুয়ারচর সেতুর কাছে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পথচারীরা।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শিবচরের যাদুয়ারচর সেতুর কাছে সড়কে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান পথচারীরা। পরে শিশুটির আশপাশে কেউ আছে কি না, খোঁজ নিলে কাউকে পাওয়া যায়নি। পরে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে ঝড়ের রাতে নির্জন রাস্তায় বৃষ্টির মধ্যে শিশুটিকে হামাগুড়ি অবস্থায় দেখে অনেকের মধ্যেই বিস্ময় জাগে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘শিশুটিকে আমাদের হেফাজতে রেখেছি। এটা দুঃখজনক, রাতে বৃষ্টির মধ্যে শিশুটি রাস্তায় পড়ে ছিল! তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। এখন পর্যন্ত শিশুটিকে শনাক্ত করতে কেউ আসেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত