Ajker Patrika

জাবির অভয়ারণ্যে আগুন

প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবির অভয়ারণ্যে আগুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ১৫ একর বনভূমি। এতে হুমকিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত বনাঞ্চলের জীব–বৈচিত্র।

গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, রসায়ন ভবন, বিজ্ঞান কারখানা ও ওয়াজেদ মিঞা গবেষণা কেন্দ্র সংলগ্ন বনভূমিতে আগুন লাগে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ ও প্রক্টরিয়াল বডি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জাবির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা দুপুর একটায় ঘটনাস্থলে উপস্থিত হই। আগুনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসকে ফোন দেই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি বলেন, ‘আগুনের উৎস সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এটা কোনো দুষ্কিৃতিকারীদের কাজ অথবা শট সার্কিট থেকেও হতে পারে।’

জাবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আগুনে সংরক্ষিত বনের বিপন্ন প্রজাতির কীট-প্রত্যঙ্গ ও পশুপাখির আবাসস্থল ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের উচিত আগুনের উৎস খুজে বের করা। না হলে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটতে থাকবে।’

সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান মাহফুজ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হলে আমাদের দুটি ইউনিট বেলা দুইটায় কাজ শুরু করে। ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত