Ajker Patrika

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৩: ০৩
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা শেষে গোপালগঞ্জে পৌঁছেছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে আজ শনিবার (২৭ মার্চ) সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করেন নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান।

ঢাকা থেকে হেলিকপ্টারে করে আগেই সেখানে উপস্থিত হন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণের পর সড়ক পথে সকাল ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফুলের গাছে চারা রোপণ করবেন ভারতের প্রধানমন্ত্রী। পরে ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি মতুয়া ঠাকুরবাড়িতে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকায় পৌঁছেন নরেন্দ্র মোদি। সকাল ১০টা ৩২ মিনিটে মোদির নেতৃত্বে আসা ৭১ সদস্যের ভারতের প্রতিনিধি দলটি বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত