Ajker Patrika

পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
পুকুরে শিশুর লাশ পাওয়ার খবর শুনে এলাকাবাসীর ভিড়
পুকুরে শিশুর লাশ পাওয়ার খবর শুনে এলাকাবাসীর ভিড়

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে মো. আইমান (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে আইমানের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

আইমান আড়কান্দি গ্রামের আব্দুল মমিনের ছেলে। স্থানীয় আড়কান্দি কিন্ডারগার্টেন স্কুলের প্লে ক্লাসের শিক্ষার্থী ছিল সে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ি ফিরে বোনের সাইকেল নিয়ে বের হয়েছিল আইমান। এর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি শিশুটির। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে আইমানের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সেই পুকুরের কিনারায় ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে আইমানের লাল রঙের সাইকেলটিও।

মৃত শিশুর ফুপা নোমান জহির রাজা বলেন, গতকাল বেলা ১১টার দিকে আইমানের স্কুল ছুটি হয়। বেলা সাড়ে ১১টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে সে বের হয়। এর পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ভেড়ামারা থানায় একটি জিডিও করা হয়েছিল। আজ সকালে বাড়ির পাশের পুকুরে কিনারা থেকে একটু দূরে স্থানীয়রা মানুষের পায়ের আঙুল দেখতে পায়। তারা আইমানের পরিবারকে খবর দেয়। এরপর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুকুরের কিনারায় সাইকেলটিও পাওয়া গেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার আজকের পত্রিকাকে বলেন, থানায় পরিবার জিডি করেছিল। আজ সকালে বাচ্চাটির লাশ পুকুর থেকে পাওয়া গেছে। মা-বাবার বরাত দিয়ে ওসি বলেন, পরিবার ধারণা করছে, সাইকেলসহ গড়িয়ে বাচ্চাটি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত