Ajker Patrika

বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়

নুরুল আমিন হাসান, উত্তরা
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২১: ২৭
বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়

বৃষ্টি হয়নি, তবু পানিতে রাস্তা সয়লাব হয়ে আছে। এমন অবস্থা দেখে অনেক দিন পর এলাকায় আসা এক পথচারী বলে বসলেন, ‘এখনো তো ও রকম বৃষ্টি হলো না। রাস্তার অবস্থা এমন কেন?’ নাকে হাত চেপে হাঁটুপানি পার হওয়া আরেক পথচারীর জবাব, ‘আপনি কি ভাই দুর্গন্ধ পাচ্ছেন না! বৃষ্টি নেই তো কী হয়েছে! ম্যানহোলের ময়লা পানি তো ঠিকই আসছে রাস্তায়।’

গতকাল সোমবার সরেজমিনে এমন কথোপকথন শোনা যায়। উত্তরার আজমপুর-উত্তরখানের শাহ কবীর মাজার রোডের বারেক মার্কেটের বায়তুল মাহফুজ জামে মসজিদ থেকে চালাবন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক ২০ দিনের বেশি সময় ধরে এমন বেহাল। ওই এলাকায় চলাচলরত কয়েক লাখ বাসিন্দাকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার এ অংশে পাঁচ-সাতটি ম্যানহোল রয়েছে। বেশির ভাগের ঢাকনা উপচে ময়লা পানি রাস্তায় আসছে।

পথচারী ও পরিবহনের চালকেরা জানান, ময়লা পানির কারণে রাস্তা ঠিকমতো দেখা যায় না। ফলে ভাঙা রাস্তায় প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। মাঝেমধ্যে ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে গাড়ির ক্ষতি হচ্ছে। তবু কেউ সংকট সমাধান করছে না।

উত্তরখান মাজারের তালুকদার সাউন্ড সিস্টেমের মালিক মো. বিল্লাল হোসেন বলেন, ‘সিটি করপোরেশন কর্তৃপক্ষ চাইলে রাস্তাটি সংস্কার করতে পারে। ম্যানহোলগুলো ভাঙা থাকায় পানি উপচে পড়ছে। নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছি আমরা। তবু যেন দেখার কেউ নেই।’

দক্ষিণখানের ভাই ভাই মার্কেট এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস মিতু বলেন, ‘আমি আগামী মাসেই এ এলাকা ছেড়ে অন্য জায়গায় বাসা নেব। কেউ অসুস্থ হলেও এ রাস্তা দিয়ে হাসপাতালে নিতে কষ্ট হবে।’

এ বিষয়ে জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাটি নতুন ১৮টি ওয়ার্ডের মধ্যে পড়েছে। এসব ওয়ার্ডের উন্নয়ন প্রকল্প কিছুদিন আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

ডিএনসিসির অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন জানান, তিনি আজ মঙ্গলবার রাস্তাটি পরিদর্শন করবেন। তিনি বলেন, ‘পানিনিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত