Ajker Patrika

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরণ অনশন, একজন হাসপাতালে

ঢাবি সংবাদদাতা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৮: ২২
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ১৫ জন নেতা–কর্মী। ছবি: আজকের পত্রিকা
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ১৫ জন নেতা–কর্মী। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১৫ জন নেতা-কর্মী। গতকাল মঙ্গলবার রাত ১০টায় শুরু হওয়া এই আমরণ অনশনের প্রায় ১৭ ঘণ্টা পার হয়েছে এবং এরই মধ্যে অনশনে অংশ নেওয়া সংগঠনটির একজন নেতা অসুস্থ হয়ে পড়েছেন।

গতকাল বিকেল ৫টায় প্রতীকী অনশন কর্মসূচি পালনের পর সেখান থেকেই কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেন সংগঠনটির নেতা-কর্মীরা। রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

আমরণ অনশন চলাকালে আজ বুধবার সকালে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আজ বিকেলে সরেজমিনে রাজু ভাস্কর্যে দেখা যায়, গণতান্ত্রিক ছাত্র সংসদের ১৫ জন নেতা-কর্মী সেখানে অনশন চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া সংগঠনের অন্য নেতা-কর্মীরা সেখানে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন। অনশনরত ১৫ জন কর্মসূচির শুরু থেকেই অবস্থানে আছেন বলে তাঁরা জানান।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসিসর চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মো. মহিউদ্দিন, ঢাবি শাখার সদস্যসচিব মহির আলম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি প্রমুখ এই কর্মসূচিতে অংশ নিয়ে আমরণ অনশন করছেন।

তাঁদের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, মুখ্য সংগঠক হাসিবুল ইসলামসহ অনেক নেতা-কর্মী অনশনে কিছু সময়ের জন্য তাঁদের সঙ্গে ছিলেন। তবে তাঁরা পুরো সময় অবস্থান করেননি।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলম বলেন, ‘আমরা শুরুতে প্রতীকী অনশন শুরু করলেও কুয়েট পরিস্থিতি বা আমাদের দাবির বিষয়ে অবস্থার কোনো উন্নতি হয়নি। কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের অবস্থাও আশঙ্কাজনক। এত কিছুর পরও সরকারের পক্ষ থেকে এই সমস্যার সুরাহার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলবে।’

অনশনকারী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে প্রশাসন নিয়োগ পেয়েছে, তারা জুলাইকে ভুলে গেছে। আমরা এই জুলাই ভুলব না। উপাচার্য মাসুদকে অবশ্যই তাঁর পদ থেকে সরতে হবে। তাঁকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই সরানো হবে। এই সরকার ছাত্রদের বৈধতায় টিকে আছে। শিক্ষার্থীদের যেকোনো কিছু হলে সরকারকে অবশ্যই এর দায় নিতে হবে।’

যুগ্ম সদস্যসচিব মো. মহিউদ্দিন বলেন, ‘তীব্র গরমের মধ্যে অনশনরত সবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আমাদের যেকোনো কিছুর দায় সরকারকে নিতে হবে। কুয়েট উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই অনশন চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত