সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন। আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সুলতান শেখ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুঠিরচর গ্রামের আয়নাল শেখের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ১৪ আগস্ট সুলতান শেখের সঙ্গে সদর উপজেলার চণ্ডিদাসগাতী গ্রামের আবু তাহের শেখের মেয়ে তাহমিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়েসন্তানের জন্ম হয়।
এরপর থেকে সুলতান শেখ স্ত্রী তাহমিনার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাহমিনা টাকা দিতে অস্বীকার করলে তাঁকে নির্যাতন করতেন সুলতান। এরই জেরে ২০১৯ সালের ৮ আগস্ট তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ইউডি মামলা করে পুলিশ। পরবর্তী সময়ে নিহতের বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সুলতান শেখকে আসামি করে ২০২০ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলাকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ আদালত সুলতান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন। আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সুলতান শেখ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুঠিরচর গ্রামের আয়নাল শেখের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ১৪ আগস্ট সুলতান শেখের সঙ্গে সদর উপজেলার চণ্ডিদাসগাতী গ্রামের আবু তাহের শেখের মেয়ে তাহমিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়েসন্তানের জন্ম হয়।
এরপর থেকে সুলতান শেখ স্ত্রী তাহমিনার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাহমিনা টাকা দিতে অস্বীকার করলে তাঁকে নির্যাতন করতেন সুলতান। এরই জেরে ২০১৯ সালের ৮ আগস্ট তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ইউডি মামলা করে পুলিশ। পরবর্তী সময়ে নিহতের বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সুলতান শেখকে আসামি করে ২০২০ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলাকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ আদালত সুলতান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ তৈরি হয়েছিল রণক্ষেত্রে। ভেঙে ফেলা ব্যানার, ফেস্টুন ও ইটপাটকেলের ধ্বংসস্তূপের চিহ্ন আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের রাস্তায় দেখা গেছে। এদিকে জীবিকার তাগিদে প্রশাসনের ডাকা কারফিউতেই বাড়ি থেকে বের হন কিছু মানুষ।
৮ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে ড. সাখাওয়াত
৩৪ মিনিট আগে‘তোমরা কি আমার বাবারে আইনে দিতে পারবা? কী দোষ করছিল আমার বাবা। আমার বাবাকে কেউ কোনো দিন খারাপ কইতে পারে নাই। ও তো কোনো দল করত না। ওর কেন এমন হবে’—বলে বিলাপ করতে করতে জ্ঞান হারান নিহত সোহেল মোল্লার মা লাইলী বেগম।
৪১ মিনিট আগেমাদক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালকের (ডিজি) বিশেষ প্রশংসা পেয়েছেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) মো. জিললুর রহমান। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মো. হাসান মারুফ তাঁকে আনুষ্ঠানিকভাবে
১ ঘণ্টা আগে