Ajker Patrika

সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় আটক ২

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
বাগেরহাটের শরণখোলায় হরিণের মাংসসহ আটক দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটের শরণখোলায় হরিণের মাংসসহ আটক দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় দুজনকে আটক করেছেন বনরক্ষীরা। আজ বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

অভিযুক্ত দুজন হলেন চাঁদপুরের কচুয়ার আ. ছালাম এবং বাগেরহাটের মোরেলগঞ্জের সন্ন্যাসী ছোটপরী এলাকার মো. জাকারিয়া।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসে তল্লাশি চালান। এ সময় বাসের সাইট বক্সের ভেতরে বস্তাবন্দী ককশিটে থাকা ১০ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়। পরে তাঁদের শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে আসা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস ঢাকা নিয়ে যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত