নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অফিস থেকে ধরে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন কতিপয় ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তাঁদের মতিহার থানায় হস্তান্তর করা হয়।
তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাবরক্ষক দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, উপপরিচালক আমিনুল হক রাসেল ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার।
জানা গেছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালে অভিযুক্ত ব্যক্তিদের নিজ নিজ দপ্তর থেকে ধরে নিয়ে আসেন জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি নামক সংগঠনের সদস্যরা।
তাঁদের দাবি, এই তিনজন জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর পর তাঁদের থানায় সোপর্দ করা হয়।
সংগঠনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত দাবি জানিয়েছিলাম, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আজকে আমাদের কথার কোনো গুরুত্ব দেননি। ফলে আমরা নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হই। যাঁদের সোপর্দ করেছি তাঁরা সবাই এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সমর্থক।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তাই তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু বোয়ালিয়া থানায় মামলা রয়েছে, আমরা তাঁদের সেখানেই পাঠাব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আজকের ঘটনাটি আমার অজান্তে ঘটেছে। যদি জানতাম, তাঁদের নিজ নিজ অফিস ডেস্ক থেকে এভাবে ধরে আনা হচ্ছে, তাহলে অনুমতি দিতাম না। যাঁর বিরুদ্ধে মামলা আছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিক, কিন্তু বাইরের কেউ এসে বিশ্ববিদ্যালয়ে কাউকে এভাবে তুলে নিয়ে যাবে—এটা গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না।’
অফিস থেকে ধরে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন কতিপয় ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তাঁদের মতিহার থানায় হস্তান্তর করা হয়।
তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাবরক্ষক দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, উপপরিচালক আমিনুল হক রাসেল ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার।
জানা গেছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালে অভিযুক্ত ব্যক্তিদের নিজ নিজ দপ্তর থেকে ধরে নিয়ে আসেন জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি নামক সংগঠনের সদস্যরা।
তাঁদের দাবি, এই তিনজন জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর পর তাঁদের থানায় সোপর্দ করা হয়।
সংগঠনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত দাবি জানিয়েছিলাম, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আজকে আমাদের কথার কোনো গুরুত্ব দেননি। ফলে আমরা নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হই। যাঁদের সোপর্দ করেছি তাঁরা সবাই এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সমর্থক।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তাই তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু বোয়ালিয়া থানায় মামলা রয়েছে, আমরা তাঁদের সেখানেই পাঠাব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আজকের ঘটনাটি আমার অজান্তে ঘটেছে। যদি জানতাম, তাঁদের নিজ নিজ অফিস ডেস্ক থেকে এভাবে ধরে আনা হচ্ছে, তাহলে অনুমতি দিতাম না। যাঁর বিরুদ্ধে মামলা আছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিক, কিন্তু বাইরের কেউ এসে বিশ্ববিদ্যালয়ে কাউকে এভাবে তুলে নিয়ে যাবে—এটা গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ তৈরি হয়েছিল রণক্ষেত্রে। ভেঙে ফেলা ব্যানার, ফেস্টুন ও ইটপাটকেলের ধ্বংসস্তূপের চিহ্ন আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের রাস্তায় দেখা গেছে। এদিকে জীবিকার তাগিদে প্রশাসনের ডাকা কারফিউতেই বাড়ি থেকে বের হন কিছু মানুষ।
৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে ড. সাখাওয়াত
৩৫ মিনিট আগে‘তোমরা কি আমার বাবারে আইনে দিতে পারবা? কী দোষ করছিল আমার বাবা। আমার বাবাকে কেউ কোনো দিন খারাপ কইতে পারে নাই। ও তো কোনো দল করত না। ওর কেন এমন হবে’—বলে বিলাপ করতে করতে জ্ঞান হারান নিহত সোহেল মোল্লার মা লাইলী বেগম।
৪২ মিনিট আগেমাদক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালকের (ডিজি) বিশেষ প্রশংসা পেয়েছেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) মো. জিললুর রহমান। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মো. হাসান মারুফ তাঁকে আনুষ্ঠানিকভাবে
১ ঘণ্টা আগে