Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে ফ্যান খুলে এইচএসসি পরীক্ষার্থী আহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২১: ১৬
সিদ্ধিরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে ফ্যান খুলে এইচএসসি পরীক্ষার্থী আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে ফ্যান খুলে মাথায় পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

আহত ফাল্গুনী আক্তার ঈশা (১৮) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ী এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ। 

এ বিষয়ে জানতে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরল ইসলামকে কয়েকবার কল দিলেও সাড়া দেননি। 

রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন আমরা একজন পরীক্ষার্থীর মাথায় ফ্যান পড়ে আহত হওয়ার খবর পাই। তৎক্ষণাৎ আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।’ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর গালের একাংশ কেটে যায়। এ সময় কলেজে নিয়োজিত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন। পের তাকে  হাসপাতালে নেওয়া হয়। ওইখানের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। এ সময় তাকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত